AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিনা রহমানকে নির্বাচিত করতে বার্কিংবাসীদের আহ্বান জানিয়েছেন কনজারভেটিভ নেত্রী এনজেলা ভ্যানেট


Ekushey Sangbad

০৭:৩৬ পিএম, জানুয়ারি ১৯, ২০১৫
মিনা রহমানকে নির্বাচিত করতে বার্কিংবাসীদের আহ্বান জানিয়েছেন কনজারভেটিভ নেত্রী এনজেলা ভ্যানেট

ওএনবি, লন্ডন (১৯ জানুয়ারী) : বার্কিং এলাকার উন্নয়নে মিনা রহমানের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির বার্কিং এলাকার সিনিয়র সদস্য এনজেলা ভ্যানেট। তিনি বলেছেন, উন্নয়ন আর পরিবর্তনের জন্যে দলমত নির্বিশেষে বার্কিং এলাকার মানুষ আজ ঐক্যবদ্ধ। এ এলাকার হাউজিং, লেইজার ফ্যাসেলিটিসহ নানাবিধ সমস্যার সমাধানে মিনা রহমানের মতো একজন কর্মক্ষম মানুষের বড়ই প্রয়োজন। তিনি আগামী জাতীয় নির্বাচনে মিনা রহমানকে নির্বাচিত করার জন্য বার্কিংবাসীদের আহ্বান জানান। ১৮ জানুয়ারী বার্কিং এলকার লংব্রিজ ওয়ার্ডে বৃটিশ এমপি প্রাথী মিনা রহমানের নির্বাচনী ক্যাম্পেইনে এনজেলা ভ্যানেট এই আহ্বান জানান। এনজেলা ভ্যানেট বলেন, বার্কিং এর ম্যালটিক্যালচারাল কমিউনিটিতে মিনা রহমান সকলের কাছে গ্রহনযোগ্য আর একারণেই দলমতের উর্ধ্বে থেকে হোয়াইট-আফ্রিকান-এশিয়ানসহ সকল কমিউনিটির মানুষ পরিবর্তনের জন্য একযোগে কাজ করছেন। তিনি আরো বলেন, গত কয়েক বছর যাবত মিনা রহমান বার্কিং এলাকার উন্নয়নে কাজ করছেন। আমার বিশ্বাস মিনা রহমান নির্বাচিত বার্কিং এলাকার ম্যালটিক্যাচারাল সোসাইটির মানুষ হলে উপকৃত হবে। নির্বাচনী ক্যাম্পেইনে আরো বক্তব্য রাখেন রিচার্ড সেমিটেগো, শাহ সহিদুর রহমান, সৈয়দ হোসাইন আহমদ, আব্দুল মাজিদ, শফিক আহমদ, নাজিম উদ্দিন, মদরিছ আলী, গয়াছ মিয়া, রইছ মিয়া, ফাতেমা নার্গিস, থামকেন শায়েখ, দুলন চৌধুরী, হোসনেয়ারা মজিদ, নূরুল ইসলাম, এমরান চৌধুরী, আরজু মিয়া, আতিক রহমান, লুৎফুর রহমান, সুলতান মাহমুদ, ইমাম উদ্দিন প্রমুখ। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা এমপি প্রার্থী মিনা রহমানকে সাথে নিয়ে ওয়ার্ডের কয়েকটি বিভিন্ন বাড়ীতে গিয়ে ভোটারদের কাছে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। মিনা রহমান বলেন কনজারভেটিবের সুদুর প্রসারী পলিসির কারনে বৃটেন অর্থনৈতিক মন্দার কবল থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে, বেকারত্ব কমে আসছে, বার্কিং এর হাউজিং সমস্যা সমাধানে ইতিমধ্যেই কনজারভেটিব এই এলাকায় কয়েক হাজার নতুন বাড়ী নির্মানে কাজ শুরু করছে। বার্কিং এর দীর্ঘ দিনের সমস্যা নিরসনে কনজারভেটিভের কোন বিকল্প নেই। তিনি বার্কিং এলকার উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন। (টিএ/ওএনবি) একুশে সংবাদ ডটকম/আর/১৯-০১-০১৫:
Link copied!