AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আগের নীতিতেই অটল নতুন বাদশাহ


Ekushey Sangbad

১০:৪৯ এএম, জানুয়ারি ২৪, ২০১৫
আগের নীতিতেই অটল নতুন বাদশাহ

একুশে সংবাদ ডেস্কঃ আগের বাদশাহ’র দেখানো পথ ও নীতি অনুসরণ করেই দেশকে পরিচালনা করবেন বলে ঘোষণা দিয়েছেন সৌদি আরবের নতুন বাদশাহ সালমান বিন আব্দুল-আজিজ আল সউদ।খবর বিবিসির।   দায়িত্ব গ্রহণের পর এক টেলিভিশন বক্তৃতায় তিনি বলেছেন, সৌদিআরবের প্রতিষ্ঠালগ্ন থেকে যে সমস্ত নীতি চলে এসেছে তিনিও সেগুলোই মেনে চলবেন। সৌদি আরবের নতুন বাদশাহ হিসেবে সালমান বিন আব্দুল-আজিজ দায়িত্ব নেবার পাশাপাশি দেশটির যুবরাজ হিসেবে দায়িত্ব পেয়েছেন তারই ছোট ভাই মুকরিন।   আর উপ-যুবরাজের দায়িত্ব পেয়েছেন নতুন বাদশাহ’র ভাইয়ের ছেলে মুহম্মদ বিন নায়েফ। প্রয়াত বাদশাহ’র নাতিদের মধ্যে মোহাম্মদ নায়েফ-ই প্রথম ব্যক্তি যিনি উপ-যুবরাজ হবার মতন এতো বড় দায়িত্ব পেলেন। রাষ্ট্রের দায়িত্ব নেবার পর রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তব্য রাখেন বাদশাহ সালমান।   সেখানে তিনি বলেছেন, সৌদি আরবের প্রতিষ্ঠালগ্ন থেকে যে সব নীতি চলে এসেছে সেগুলোতেই আমরা অটল থাকবো  পাশাপাশি, আরব দেশগুলোসহ ইসলামিক বিশ্বকে একতাবদ্ধ হবার জন্যেও ডাক দিয়েছেন তিনি। আগের বাদশাহ আব্দুল্লাহ ছিলেন একজন উদারবাদী সংস্কারক। নারীদেরকে প্রশাসনের অনেক উচ্চ পর্যায়েও তিনি নিয়োগ দিয়েছিলেন। কিন্তু নতুন বাদশাহ সালমান অপেক্ষাকৃত রক্ষণশীল।   বিশ্লেষকরা বলছেন, তেলসমৃদ্ধ এই দেশটির নতুন বাদশাহ’র সামনে রয়েছে বেশ কয়েকটি চ্যালেঞ্জ। এর মধ্যে প্রধান চ্যালেঞ্জটিই হলো, আগের বাদশাহ’র ধারাবাহিকতা রক্ষা করা। এছাড়া, দেশের ভেতরে ও বাইরে জিহাদীদের মোকাবেলা করাটাও একটি বড় হুমকি।   বিশেষ করে, যখন ইসলামিক স্টেট বা আইএস হুমকি দিয়েছে যে, সৌদি আরবের সিংহাসন থেকে আল সউদ বংশ-কে তারা সরিয়ে দিতে চায়।   একুশে সংবাদ ডটকম/সংগ্রাম/২৪.০১.১৫।
Link copied!