AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপির অবরোধ সাধারণ মানুষ হত্যার মহোৎসব: গণজাগরণ মঞ্চ


Ekushey Sangbad

১১:৩১ এএম, জানুয়ারি ২৪, ২০১৫
বিএনপির অবরোধ সাধারণ মানুষ হত্যার মহোৎসব: গণজাগরণ মঞ্চ

একুশে সংবাদঃ শুক্রবার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সন্ত্রাস বিরোধী আলোর মিছিল ও যুদ্ধাপরাধী কামারুজ্জামানের রায় কার্যকরের দাবিতে গণঅবস্থান কর্মসূচির সমাবেশে এ মন্তব্য করেন মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার।   এছাড়া দেশে চলমান সন্ত্রাস রুখতে আগামী মঙ্গবার বিকাল ৩টায় দেশব্যাপী ‘সন্ত্রাস বিরোধী’ গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেন তিনি। সমাবেশ শেষে হরতাল-অবরোধের নামে চলমান সন্ত্রাসের বিরুদ্ধে একটি সন্ত্রাস বিরোধী আলোর মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগের জাতীয় জাদুঘরে সামনে থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে আবার জাদুঘরের সামনে ফিরে আসে।   সমাবেশে ইমরান বলেন, “৫ জানুয়ারির নির্বাচনের পর দেশে নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশে চলছে রাজনীতির নামে মানুষ হত্যার মহোৎসব। চলন্ত বাসে আগুন দিয়ে, পেট্রোল বোমা মেরে দেশের সাধারণ নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে।”   সরকার জনসাধারণের জানমাল নিরাপত্তা দিতে ‘ব্যর্থ’ হয়েছে অভিযোগ করে তিনি বলেন, “সরকার ও তার নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষের জানমালে নিরাপত্তা দিতে ব্যর্থ।তাদের বেষ্টনীর মধ্যে মানুষকে হত্যা করা হচ্ছে। কিন্তু যারা হত্যা করছে এই নাশকতাকারীদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।”   তিনি বলেন, “বোমা মেরে, আগুন দিয়ে সাধারণ মানুষকে হত্যা করার পর হত্যার দায় এড়াতে দেশের দুই বড় রাজনৈতিক দল নতুন নাটক করছে। একে অন্যের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।” অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত বলেন, বর্তমানে দেশ এক ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধ বিরোধী যারা দেশের স্বাধীনতা চাননি, সেই আলবদর-আলসামস বাহিনীর দোসর জামাত-শিবির আবারো যুদ্ধের ঘোষণা দিয়েছে। তাদের এই যুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধে গড়ে তুলেতে হবে।”   এদিকে ‘হরতাল অবরোধের নামে দেশব্যাপী সন্ত্রাসের’ প্রতিবাদে শাহবাগ জাদুঘরের সামনে থেকে মিছিল বের করে গণজাগরণ মঞ্চের অপর অংশ।   একুশে সংবাদ ডটকম/সংগ্রাম/২৪.০১.১৫।
Link copied!