AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাদশাহ আব্দুল্লাহর জন্য রাষ্ট্রীয় শোক


Ekushey Sangbad

১১:৪২ এএম, জানুয়ারি ২৪, ২০১৫
বাদশাহ আব্দুল্লাহর জন্য রাষ্ট্রীয় শোক

একুশে সংবাদঃ সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুলআজিজের মৃত্যুতে সারা দেশে সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক পালন করছে বাংলাদেশ। দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোক জানাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শনিবারই সৌদি আরবে যাচ্ছেন।   শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় বাদশাহ আব্দুল্লাহর মৃত্যুর পর শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার। জাতীয় পাতাকা অর্ধনমিত রাখা ছাড়াও প্রয়াত সৌদি আরবের বাদশাহর জন্য ধর্মীয় উপাসনালয়ে দোয়ার আয়োজন চলছে। তবে অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলছে।   বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বাদশাহ আব্দুল্লাহ। বলা হয়, তার বয়স হয়েছিল ৯০ বছর। সৎ ভাই বাদশাহ ফাহদের মৃত্যুর পর ২০০৫ সাল থেকে তিনি আরবের তেলসমৃদ্ধ এই দেশটি শাসন করে আসছিলেন। তার মৃত্যুর পর সৎ ভাই ৭৯ বছর বয়সী সালমান বিন আব্দুল আজিজ আল-সউদকে সৌদি আরবের নতুন বাদশাহ ঘোষণা করা হয়েছে।   বাদশাহ আব্দুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ এক বার্তায় বলেন, “তার মৃত্যু সৌদি আরবের রাজ পরিবার, মুসলিম উম্মাহ ও পুরো বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি।” তিনি বাংলাদেশ ও সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের প্রতি বাদশাহর ‘সদয় আচরণের’ কথা স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।   প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, বাদশাহ আব্দুল্লাহর মৃত্যুতে বাংলাদেশ একজন শুভাকাঙ্ক্ষী হারিয়েছে। প্রয়াত বাদশাহর আত্মার শান্তি কামনার পাশাপাশি সৌদি রাজপরিবার ও তার দেশের জনগণের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।   একুশে সংবাদ ডটকম/সংগ্রাম/২৪.০১.১৫।
Link copied!