AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রয়াত সৌদি বাদশাকে সম্মান জানাবেন পশ্চিমা নেতারা


Ekushey Sangbad

০২:১৪ পিএম, জানুয়ারি ২৪, ২০১৫
প্রয়াত সৌদি বাদশাকে সম্মান জানাবেন পশ্চিমা নেতারা

একুশে সংবাদ ডেস্কঃ প্রয়াত সৌদি বাদশা আবদুল্লাহকে মৃত্যুপরবর্তী সম্মান জানাতে সৌদি আরব যাচ্ছেন পশ্চিমা নেতারা।শুক্রবার জুম্মার নামাজের পর রিয়াদের একটি কবরস্থানে নামবিহীন সাধারণ কবরে আবদুল্লাহকে সমাহিত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।   এ সময় উপসাগরীয় দেশগুলোর রাষ্ট্রপ্রধানগণ ও কয়েকজন বিদেশি নেতা উপস্থিত ছিলেন। শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ সৌদি আরব যাবেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।   ওই দিনই রিয়াদে আবদুল্লাহর স্মরণে আয়োজিত রাষ্ট্রীয় শোক পালন অনুষ্ঠানে অংশ নেবেন উপস্থিত পশ্চিমা নেতারা। অনুষ্ঠানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ উপস্থিত থাকবেন।   প্রয়াত আবদুল্লাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, “নিজ মতামতে অটল থাকার মতো সাহসী ও সৎ ছিলেন তিনি।” ইসরায়েলি প্রেসিডেন্ট রুভেন রিভলিন আবদুল্লাহর প্রশংসা করে বলেছেন, “দৃঢ়, বিবেচক ও দায়িত্বশীল নেতা ছিলেন তিনি।”   জাতিসংঘের মহাসচিব বান কি মুন আবদুল্লাহর কাজের প্রশংসা করে বলেছেন, “তিনি বিশ্বের ধর্মবিশ্বাসীদের মধ্যে মতবিনিময়ের উদ্যোগ নিয়েছিলেন।” তবে মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে, আবদুল্লাহর অধীনে সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নাজুক ছিল।   ফুসফুসের সংক্রমণে ভুগে ৯০ বছর বয়সে আবদুল্লাহ মারা যাওয়ার পর তার ৭৯ বছর বয়সী সৎভাই সালমান সৌদি বাদশা হিসেবে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেছেন। সালমান তার পূর্বসূরি আবদুল্লাহর দেখানো পথেই দেশ পরিচালনা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।   দায়িত্ব নিয়েই তিনি দ্রুততার সঙ্গে উত্তরাধিকার ও মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়োগ দিয়েছেন। উত্তরাধিকারীদের মধ্যে এই প্রথমবারের মতো ডেপুটি যুবরাজ হিসেবে সৌদি রাজপরিবারের তৃতীয় প্রজন্মের একজনকে নিয়োগ দিয়েছেন।   প্রয়াত আবদুল্লাহ ও সালমানের অপর সৎভাই মুকরিনকে বাদশার উত্তরাধিকারী যুবরাজ হিসেবে ঘোষণা করা হয়েছে।   একুশে সংবাদ ডটকম/সংগ্রাম/২৪.০১.১৫।
Link copied!