AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুগল'র সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাবির অনিন্দ্য


Ekushey Sangbad

০২:১৫ পিএম, জানুয়ারি ২৪, ২০১৫
গুগল'র সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাবির অনিন্দ্য

একুশে সংবাদ : প্রতিযোগিতার মাধ্যমে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ‘গুগল’ এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী অনিন্দ্য মজুমদারের চাকরি পাওয়ার খবরটি এখন টক অব দ্যা ক্যাম্পাসে পরিণত হয়েছে। ‘গুগল’ এ চাকরি পাওয়ায় অনিন্দ্য মজুমদারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ‘অনিন্দ্যের এ গৌরবময় চাকরি লাভে বিশ্ববিদ্যালয় পরিবারও আনন্দিত। এ চাকরি লাভে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও পরিচিতি বৃদ্ধি পেয়েছে।’ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদারের ছেলে অনিন্দ্য জাবিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে চতুর্থবর্ষ প্রথম সেমিস্টারের ছাত্র। তিনি অনার্স শেষ করে আগামী ৫ অক্টোবরের ক্যালিফোর্নিয়ার মাউনটেইনভিউ এ গুগলের প্রধান কার্যালয়ে যোগদান করবেন। এ ব্যাপারে অনিন্দ্যের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির পূর্বে কম্পারেটিভ প্রোগ্রামিং কী তা জানতাম না। ভর্তির পর বিভাগের বড় ভাইদের কাছ থেকেই হয় প্রোগ্রামিংয়ের হাতেখড়ি। প্রথম বর্ষেই তারা আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন এবং যাবতীয় দিকনির্দেশনা দিয়েছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষক হাসনাইন হেইকেল জামি আমাদের দুবছর প্রশিক্ষণ দিয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের এক বড়ভাই গুগলে কাজ করছেন এ বিষয়টিও আমাকে অনুপ্রেরণ দিয়েছে।’ অনিন্দ্য জানালেন কিছু প্রতিবন্ধকতার কথাও। বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেটের ধীরগতি ও যখন-তখন বিচ্ছিন্ন হয়ে যাওয়াসহ বিভাগে পর্যাপ্ত ল্যাব সুবিধা না থাকাও একটা বড় বাধা। যদি ক্যাম্পাসের দ্রুতগতির ইন্টারনেট এবং বিভাগের কম্পারেটিভ প্রোগ্রামারদের জন্য আলাদা ল্যাবের ব্যবস্থা করা হয় তাহলে নতুন প্রজন্মের যারা প্রোগ্রামিংয়ে আগ্রহী তারা অনেক ভালো করতে পারবে বলে মনে করেন তিনি। বাছাই প্রক্রিয়া: গত বছর গুগল APAC 2015 University Graduates Test নামে একটি অনলাইন প্রতিযোগিতার আয়োজন করে। ২০১৫ সালের মধ্যে যাদের অনার্স শেষ হবে শুধু তারাই এ প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পায়। যারা ভালো করেছিল শুধু তাদের ‘গুগল সফটওয়্যার ইঞ্জিনিয়ার পজিশনের’ সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। গত ৫-৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুগলের ইঞ্জিনিয়াররা প্রায় ৫০ জন প্রতিযোগীর সাক্ষাৎকার নেন। সাক্ষাৎকারে ভালো করায় ইঞ্জিনিয়ার হিসেবে অনিন্দ্যকে নিয়োগ দেয় গুগল। সম্প্রতি ভারতে কম্পিউটার প্রোগ্রামিংয়ের উপর অনুষ্ঠিত ‘ACM-ICPC-অমরিতাপুরি সাইট রিজিওনাল’ প্রতিযোগিতার বাছাই পর্বে রানারআপ হয়েছে অনিন্দ্য মজুমদারের দল। কম্পিউটার প্রোগ্রামিংয়ের উপর সবচেয়ে বড় এ প্রতিযোগিতার বাছাই পর্বে ভারতের ২৪৯টি দল ও বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তিন সদস্যের একটি দল অংশগ্রহণ করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দলের মধ্যে আরো ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী সুমন ভদ্র ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির তৃতীয়বর্ষের শিক্ষার্থী মো. নাফিস সাদিক। আগামী মে মাসের মাঝামাঝি সময় মরক্কোতে অনুষ্ঠিত হতে যাওয়া এ প্রতিযোগিতার ওয়ার্ল্ড ফাইনালে অংশগ্রহণ করতে যাবেন তারা। একুশে সংবাদ ডটকম/আর/২৪-০১-০১৫:
Link copied!