AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সন্ত্রাসী ও জঙ্গিদের নির্মূলে ন্যায় আচরণ করা হচ্ছে


Ekushey Sangbad

০৩:৪৩ পিএম, জানুয়ারি ২৪, ২০১৫
সন্ত্রাসী ও জঙ্গিদের নির্মূলে ন্যায় আচরণ করা হচ্ছে

একুশে সংবাদঃ ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে সন্ত্রাসী ও জঙ্গিদের নির্মূলে ন্যায় আচরণ করা হচ্ছে। সন্ত্রাস ও জঙ্গি দমনে বিশ্বে যে আচরণ করা হয় আমাদের দেশেও একই আচরণ করা হচ্ছে।’   শনিবার সকালে রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের এক যৌথ সভায় তিনি এ কথা বলেন। কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি গায়ের জোরে মানুষ হত্যা করে দাবি আদায় করতে চায়। তাই তাদের সাথে কোনো আলোচনা নয়। সন্ত্রাসীদের নির্মূলে সারা বিশ্ব যে পথ অনুসরণ করে আমাদেরও একই পথ অনুসরণ করতে হবে। এছাড়া কোনো বিকল্প পথ নেই।’   ‘শুভবুদ্ধি সম্পন্ন’ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘আপনারা চলমান সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করুন, মানুষ হত্যা বন্ধ করুন। তারপর আপনাদের সঙ্গে আলোচনা হলেও হতে পারে।’ শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা হামলা ঘটনার নিন্দা জানিয়ে কামরুল ইসলাম বলেন, ‘যাত্রাবাড়ীতে যে ঘটনা ঘটেছে তার নিন্দা জানানোর ভাষা জানা নেই। আমার মনে হয় এ ঘটনার পর দেশবাসী ঘুরে দাঁড়াবে।’   আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, হারুন চৌধুরী, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরর সদস্য কামাংল আহসান, ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আবদুল হক সবুজ, সহিদুল ইসলাম মিলন, জামাল উদ্দিন প্রমুখ।   একুশে সংবাদ ডটকম/সংগ্রাম/২৪.০১.১৫।
Link copied!