AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্রিকেট মাঠে ফিরলো ‘মৃত’ সিগাল


Ekushey Sangbad

০৩:৫৬ পিএম, জানুয়ারি ২৪, ২০১৫
ক্রিকেট মাঠে ফিরলো ‘মৃত’ সিগাল

একুশে স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট তীর্থ লর্ডসের যাদুঘরে একটা চড়ুই পাখির দেহ সংরক্ষণ করা আছে। সেই স্মৃতি প্রায় ফিরে আসছিল অস্ট্রেলিয়া ঘরোয়া ক্রিকেট লিগ বিগব্যাশেও।   ১৯৩৬ সালে কেমব্রিজের হয়ে এমসিজির বিপক্ষে বোলিং করছিলেন জাহাঙ্গীর খান। তারই বলের আঘাতে প্রাণ যায় একটা চড়ুই পাখির। তার পর থেকে লর্ডসের স্টেডিয়ামে ওই চড়ুই পাখিটি সংরক্ষণ করে রাখা হয়েছে। মেলবোর্নেও আরেকটু হলে একটি সিগাল পাখিকে একইভাবে রাখতে হতো। শেষ পর্যন্ত অবশ্য তার আর দরকার পড়েনি পাখিটি আশ্চর্যজনকভাবে বেঁচে যাওয়ায়।   বিগব্যাশের ম্যাচে পার্থ স্কোরচার্সের অ্যাডাম ভোজেসের পুল শটে মাঠে পড়ে যায় সিগালটি। এরপর কাতরাতেও দেখা যায়। মাঠ ভর্তি লোক ভাবতে থাকে পাখিটি হয়তো মারাই গেল। মেলবোর্ন স্টার্সের ফিল্ডার রব কুইনি কাছেই ছিলেন। তিনি বলতে চাইছিলেন কষ্ট থেকে পাখিটিকে রেহাই দিতে যদি গুলি করা যেত।   শেষ পর্যন্ত অবশ্য তা করা হয়নি। অসি ক্রিকেটার রব কুইনি পাখিটিকে বাউন্ডরির ঠিক বাইরে রেখে যান। এরপরই পাখিটি ফুড়ুৎ করে উড়ে ওঠে। স্টেডিয়াম ভর্তি দর্শকরা লাফিয়ে ওঠেন। ধারাভাষ্যকারদের কষ্ঠেও ভেসে ওঠে স্বস্তি। অ্যাডাম গিলক্রিস্ট বলে ওঠেন, ‘এমসিজির শতবার্ষিকী টেস্টে রিক ম্যাককস্কারের পর সবচেয়ে বড় রিকভারি।’ উল্লেখ্য, পরে আহত ওই সিগাল পাখিটি আবারো বাউন্ডারি পেরিয়ে কুইনির আশেপাশে ওড়াউড়ি করছিল।   একুশে সংবাদ ডটকম/সংগ্রাম/২৪.০১.১৫।
Link copied!