AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

''বইমেলায় জায়গা সংকট এখনও আছে''


Ekushey Sangbad

০৫:৪৭ পিএম, জানুয়ারি ২৪, ২০১৫
''বইমেলায় জায়গা সংকট এখনও আছে''

একুশে সংবাদ : আগামী ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হবে অমর একুশে গ্রন্থমেলা। লেখক, পাঠক এবং প্রকাশকদের প্রাণের এই মেলার প্রস্তুতি চলছে বেশ জোরেশোরে। প্রকাশকরা ব্যস্ত সময় পার করছেন। অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি এবং মেলার বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ। তিনি দীর্ঘদিন প্রকাশনা শিল্পের সঙ্গে জড়িত। তিনি শিশু সংগঠক হিসেবেও পরিচিত।  রাইজিংবিডির পক্ষ থেকে ফরিদ আহমেদ-এর মুখোমুখি হয়েছিলেন লেখক, সাংবাদিক সাইফ বরকতুল্লাহ। সাইফ বরকতুল্লাহ : আর ক’দিন পরেই শুরু হবে একুশে বইমেলা। মেলা নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন? ফরিদ আহমেদ : মেলা উপলক্ষে আমাদের প্রস্তুতি পুরোদমে চলছে। গত ডিসেম্বর মাস থেকেই আমরা প্রস্তুতি শুরু করেছি। এখন প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। ব্যস্ততার মাঝেই দিন অতিবাহিত হচ্ছে। সাইফ বরকতুল্লাহ : এবার কয়টি বই সময় প্রকাশনী থেকে প্রকাশিত হবে? ফরিদ আহমেদ : আমি তো মনে করি আমার প্রকাশনীর অধিকাংশ বই-ই উল্লেখযোগ্য। প্রতিবছর মেলার জন্য যেভাবে গ্রন্থ তালিকা সাজাই, এবারও আমি সেভাবে গ্রন্থ তালিকা সাজাব। এবার মেলায় আমরা ১৫টি বিষয়ের উপর ৬০টিরও অধিক বই প্রকাশ করব। এর মধ্যে বিষয় বৈচিত্র্য থাকবে ১০ থেকে ১৫টি। এর মধ্যে ১০ শতাংশ বই থাকবে নতুন লেখকদের, ১০ শতাংশ বই হবে নারী লেখকদের, ১০ শতাংশ বই হবে শিশু কিশোরদের, ১০ শতাংশ বই হবে মুক্তিযুদ্ধ, রাজনীতি ইত্যাদি নিয়ে। আর বাকিগুলো সৃজনশীল সাহিত্য নিয়ে। যেমন উপন্যাস, গল্প, কবিতা ইত্যাদি। সাইফ বরকতুল্লাহ : আপনি বললেন, ১০ শতাংশ বই থাকবে নতুন লেখকদের। আমরা প্রায়ই শুনি যে, তরুণ লেখকদের বড় প্রকাশকরা খুব একটা গুরুত্ব দেন না। এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। ফরিদ আহমেদ : এই অভিযোগটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনি দেখেন আমি প্রতি বছর আমার প্রকাশনা থেকে ১০ শতাংশ বই বের করি শুধুমাত্র নতুন লেখকদের। সাইফ বরকতুল্লাহ : গত বছর থেকে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ায় এখন আর জায়গা সংকট নেই। এ জন্য বড় বড় প্রকাশকদের প্যাভিলিয়ন দিতেও কোনো বাধা নেই। এটা কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? ফরিদ আহমেদ : জায়গা সঙ্কট নেই এ কথাটা আমি বলব না। হতে পারে যে আগের চেয়ে জায়গা এখন বেড়েছে। তবে এখনো কিন্তু জায়গার সঙ্কট আছে। প্যাভিলিয়নের যুক্তিযুক্ত কথাটা পরে, এর প্রয়োজনীয়তা আছে কিন্তু সবাইকে অর্থাৎ যে সব প্রকাশকরা বই প্রকাশ করছেন, যারা মেলায় অংশগ্রহণ করছেন তাদের কথা মাথায় রেখে বড়  প্রকাশকদের প্যাভিলিয়ন বরাদ্দ করা উচিত। সাইফ বরকতুল্লাহ : বইমেলা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বা বাংলা বইয়ের প্রসারে প্রকাশকরা কী উদ্যোগ নিতে পারে? ফরিদ আহমেদ : বাংলা বই বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য প্রকাশকরা বিগত এক দশক বা তারও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন। বিশ্বে যেসব দেশে বাঙালিদের সংখ্যাধিক্য আছে, সেসব দেশে প্রতিবছর আমরা বইমেলা করছি। যেমন নিউইয়র্কে প্রতিবছর বইমেলা হচ্ছে। লন্ডনে বইমেলা হচ্ছে, অস্ট্রেলিয়াতে বইমেলা হচ্ছে, টোকিওতে মেলা হচ্ছে। এ ছাড়াও বিশ্বে যেসব দেশে বাঙালি আছে সেখানেও বইমেলা করা হচ্ছে।  এসব উদ্যোগ আমরা আগেই নিয়েছি। সাইফ বরকতুল্লাহ : প্রকাশনায় পাণ্ডুলিপি সম্পাদনাকে কেন গুরুত্ব দেওয়া হয় না? ফরিদ আহমেদ : প্রকাশনায় পাণ্ডুলিপি সম্পাদনাকে গুরুত্ব দেওয়া হয় না কথাটা ঠিক না। যেসব জায়গায় গুরুত্বপূর্ণ, সেসব জায়গায় ততটুকু গুরুত্ব দেওয়া হয়। সাইফ বরকতুল্লাহ : কিন্তু সম্পাদনা না করা অনেক অপাঠ্য বই কিনে পাঠক প্রতারিত হচ্ছেন। এ ক্ষেত্রে আপনি কী বলবেন? ফরিদ আহমেদ : এ ক্ষেত্রে পাঠকরা প্রতারিত হচ্ছে না আমি সেটা বলব না। কিন্তু সবাই সব ক্ষেত্রে প্রতারিত হচ্ছেন এমন নয়। কারণ একবার যে পাঠক প্রতারিত হবেন, দ্বিতীয়বার আর তারা প্রতারিত হবেন না। কারণ যে এ ধরনের বই কিনে পড়বে, সে বই ও প্রকাশনা সম্পর্কে তার একটা ধারণা হয়ে যাবে। আমি মনে করি, আমাদের পাঠকরা অনেক বুদ্ধিমান এবং খুবই রুচিশীল। পাঠকদের বোকা বানানো এত সহজ না। যারা পাঠকদের বোকা বানানোর চেষ্টা করেন, তাদেরকে পাঠকরাই বোকা বানাবেন। সাইফ বরকতুল্লাহ : প্রত্যেক বছর শোনা যায়, বইয়ের দাম বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের উপায় কী? ফরিদ আহমেদ : গত পাঁচ বছরে বইয়ের দাম যদি দেখেন, একই রকম আছে। গত পাঁচ বছর না হলেও তিন বছরের কথা আমি নিশ্চিত করে বলতে পারি। গত তিন বছর বইয়ের যে দাম ছিল, সেই রেশিও অনুযায়ী বইয়ের দাম ঠিকই রয়েছে। সাইফ বরকতুল্লাহ : সাধারণ পাঠকদের উদ্দেশে কিছু বলবেন? ফরিদ আহমেদ : আমি পাঠকদের বলতে চাই, আরো বেশি করে পাঠক হওয়ার জন্য। একটা ভালো পাঠক শ্রেণী গড়ে তোলা প্রয়োজন। এর বড় অভাব রয়েছে। আমি বাংলাদেশে পাঠকদের সৃজনশীল হওয়ার আহ্বান জানাব। আপনার বেশি করে বই পড়ুন। বইয়ের পাইরেটেড কপি কিনলে লেখক, প্রকাশক উভয়েই ক্ষতিগ্রস্ত হন। একুশে সংবাদ ডটকম/আর/২৪-০১-০১৫:
Link copied!