AB Bank
ঢাকা বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শীতের সাজে আনুন চমৎকার সজীবতা


Ekushey Sangbad

১১:৫৫ এএম, জানুয়ারি ২৫, ২০১৫
শীতের সাজে আনুন চমৎকার সজীবতা

একুশে সংবাদ : আবহাওয়া শীতল থাকায় নানা সামাজিক অনুষ্ঠানের জন্য উত্তম হিসেবে ধরা হয় শীতকালকে। বিশেষ করে বিয়ের অনুষ্ঠানের জন্য সময়টা খুবই উপযুক্ত। বিয়েসহ নানা অনুষ্ঠানে যোগদিতে ব্যস্ত থাকেন আত্মীয় স্বজনদের সবাই। কিন্তু শীতের শুষ্ক আবহাওয়ায় আমাদের ত্বক হয়ে যায় খসখসে। ত্বকে মেকআপ বসতে চায় না, ভালোও দেখায় না। তাই আজ আপনাদের জন্য চমৎকার শীতের সাজে সজীবতা আনতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন বিউটিশিয়ান খালেদা পারভীন সিনথিয়া। খসখসে ভাব দূর করে ত্বকের ময়েশ্চার ধরে রাখতে নিয়মিত পাকা পেঁপে, পাকা কলা ও মধু দিয়ে তৈরি প্যাক ব্যবহার করতে পারেন। মেকআপ করার আগে ভালো করে মুখ ধুয়ে ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। শুষ্ক ত্বকে অয়েল বেসড ময়েশ্চারাইজার, তৈলাক্ত ত্বকে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ও কম্বিনেশন ত্বকের টি জোনে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার লাগান। এরপর সানকন্ট্রোল লাগাতে একদমই ভোলা চলবে না। সিনথিয়া বলেন, শীতে ম্যাট ফিনিসের বদলে শাইনি ফিনিস দেয়া ফাউন্ডেশন বেশি কার্যকর। ডার্ক সার্কেল, ব্রণের দাগ ও ডার্ক স্পট ঢাকতে বেছে নিন লিকুইড বা ক্রিম কন্সিলার। শীতে বেছে নিন একটু ভারী ধরনের ক্রিম কমপ্যাক্ট পাউডার, যাতে অয়েল কন্টেন্ট বেশি থাকে। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখবে, তবে অতিরিক্ত শুষ্ক করবে না। শীতে চোখের সাজে বেছে নিন ফ্রস্টি, শিমারী আইস্যাডো। স্মোকি লুক বেশ মানাবে শীতের রাতের পার্টিতে। আইশ্যাডো লাগানোর আগে ক্রিম কন্সিলার ও আই প্রাইমার ব্যবহার করতে পারেন। আইশ্যাডো দীর্ঘস্থায়ী করার পাশাপাশি এটি আদ্রতাও দেবে। পাউডার আইশ্যাডোর বদলে ক্রিম আইশ্যাডো বেছে নিতে পারেন। যদি ক্রিম আইশ্যাডো না থাকে তবে চোখের পাতায় হালকা করে পেট্রলিয়াম জেলি দিয়ে তার ওপর পাউডার আইশ্যাডো দিন। দেখবেন দীর্ঘ সময় ধরে আপনার চোখের সাজ টিকে আছে। শীতে বেছে নিতে পারেন গাঢ় শেডের আইশ্যাডো। যেমন- কপার, বারগন্ডি, গাঢ় নীল ও সবুজ, চকোলেট ব্রাউন। কালোর পাশাপাশি গাঢ় বাদামি বা নীল রঙের মাসকারাতেও রাঙাতে পারেন চোখ। চোখের ল্যাশ লাইন ও ওয়াটার লাইনে কাজল পরুন মোটা করে। অতুলনীয় সাজে ফুটে উঠবে আপনার সম্পূর্ণ সাজ। একুশে সংবাদ ডটকম/আর/২৫-০১-০১৫:
Link copied!