AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঠাকুর বাড়িতে জাতীয় সংগীত গাইলেন অমিতাভ


Ekushey Sangbad

০৩:১৮ পিএম, জানুয়ারি ২৫, ২০১৫
ঠাকুর বাড়িতে জাতীয় সংগীত গাইলেন অমিতাভ

একুশে সংবাদ ডেস্কঃচলতি বছর ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।সোমবার দিবসটি উপলক্ষ্যে দিল্লির প্যারেড অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন। এ উপলক্ষ্যে তিন দিনের এক সফরে ওবামা রোববার দিল্লি এসে পৌঁছেছেন। এই প্রজাতন্ত্র দিবসের সংগীতানুষ্ঠানের একটি বিশেষ পর্বে দেশটির জাতীয় সংগীত গেয়েছেন হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন।   অমিতাভের গাওয়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারতের জাতীয় সংগীত “জন গণ মণ অধিনায়ক” ভারতীয় রেডিও ও টেলিভিশনে সম্প্রচার করা হবে। সোমবার প্যারেডের জাতীয় সংগীত অংশেও এ পর্বটি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।   রোববার নিজের ট্যুইটার একাউন্টে অভিতাভ লিখেছেন, “আমার গাওয়া জাতীয় সংগীত ২৬ জানুয়ারি থিয়েটারে, টেলিভিশনে ও রেডিওতে প্রচার হবে বলে আশা করছি… শুভ প্রজাতন্ত্র দিবস!!” কোলকাতায় রবীন্দ্রনাথের পৈতৃক বাড়ি জোঁড়াসাকোর ঠাকুর বাড়িতে এসে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তির সামনে দাঁড়িয়ে অমিতাভ গানটি গেয়েছেন।   প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, “রবীন্দ্রনাথের লেখা জাতীয় সংগীত তার বাড়ির উঠানে দাঁড়িয়ে গাইলাম, এটি আমার জন্য অত্যন্ত গর্বের একটি মূহুর্ত।” “রবীন্দ্রনাথ ঠাকুর, কবি…নোবেল জয়ী…কোলকাতায় তার বাড়িতে, ঠাকুর বাড়ি এবং ‘জন গণ মন’…একটি স্বর্গীয় মূহুর্ত,” বলেছেন তিনি।   রোববার রাতে দিল্লির রাষ্ট্রপতি ভবনে ওবামার সম্মানে দেয়া রাষ্ট্রপতির ভোজসভায়ও অমিতাভকে আমন্ত্রণ জানানো হয়েছে, এমন জনশ্রুতির কথা জানিয়েছে এনডিটিভি। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলেও জানিয়েছে তারা।   কয়েক মাস আগে পিকু ছবির শ্যুটিংয়ের জন্য কোলকাতায় গিয়েছিলেন অমিতাভ। উত্তর কোলকাতার লাহা ম্যানশন ও চৌরঙ্গিতে ছবিটির শ্যুটিং হয়।   একুশে সংবাদ ডটকম/সংগ্রাম/২৫.০১.১৫।
Link copied!