AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক মাস ধরে উল্লাপাড়া পৌরশহরে দল ছুট একটি হনুমানের বিচরণ


Ekushey Sangbad

০৫:৪১ পিএম, জানুয়ারি ২৫, ২০১৫
এক মাস ধরে উল্লাপাড়া পৌরশহরে দল ছুট একটি হনুমানের বিচরণ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : এক মাসেরও বেশি সময় ধরে দলছুট একটি হনুমান উল্লাপাড়া পৌরশহরে বিভিন্ন গাছ, শিক্ষা-প্রতিষ্ঠান, অফিসের ছাদ ও হাট-বাজারের ঘরের চালে বসে দিন কাটাচ্ছে। প্রথমে দু’টো হনুমান একসঙ্গে উল্লাপাড়া আসে। কিন্তু দু’তিন দিন পরেই এর একটিকে আর দেখা যায়নি। অপর হনুমানটিকে পৌরশহরের কৌতুহলী লোকজন নানাভাবে খাবার সরবরাহ করছে। বেশি লোকজন জড়ো হলে ভয়ে হনুমানটি গাছের মগডালে উঠে পড়েছে। আবার কখনো গাছ বা চাল থেকে নেমে আকস্মিকভাবে পথচারির পা জড়িয়ে ধরে খাবার প্রদানের ইঙ্গিত করছে। উল্লাপাড়ার কম্পিউটার অপারেটর আমিনুল ইসলাম জানান, এক মাস আগে দু’টি হনুমানকে উল্লাপাড়া স্টেশনে তিনি খুলনা-ঢাকাগামী ট্রেনের ছাদ থেকে নামতে দেখেন। তিনি ওই ট্রেনেটির একজন যাত্রী ছিলেন। স্থানীয় লোকজনের ধারণা, হনুমানটি দল ছুট হয়ে সুন্দরবন থেকে আসতে পারে। উল্লাপাড়া বনবিভাগের ফরেষ্টার মোসলেম উদ্দিন জানান, হনুমানটি ধরার জন্য স্পে করে অজ্ঞান করার ওষুধ ছুড়তে হয় এবং নিচে নেট বা জাল ধরে রাখতে হয়। কিন্তু উপজেলা পর্যায়ে হনুমান ধরার এসকল সামগ্রী নেই। তিনি হনুমানটি ধরার ব্যবস্থা করে বনে ফিরিয়ে দেবার জন্য ইতোমধ্যেই সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। একুশে সংবাদ ডটকম/আর/২৫-০১-০১৫:
Link copied!