AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৭,০০০ ডলারে সন্তানকে বিক্রি করলেন পাষন্ড মা


Ekushey Sangbad

০১:০৮ পিএম, জানুয়ারি ২৬, ২০১৫
৭,০০০ ডলারে সন্তানকে বিক্রি করলেন পাষন্ড মা

একুশে সংবাদ : একজন চিকিৎসকের সঙ্গে যোগসাজশের মাধ্যমে নিজের শিশুপুত্রকে ৭,০০০ ডলারে বিক্রি করে দেয়ার দায়ে চীনের এক মায়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের ওই শিশুপুত্রকে বিক্রি করে দেয়ার ব্যাপারে প্রথমে পুলিশের কাছে অভিযোগ করেন তার দাদী। তিনি পুলিশকে বলেন, তার পুত্রবধূ হয়তো তার নাতিকে বিক্রি করে দিয়েছেন। শিশুপুত্রটির মা এর আগে তার পরিবারকে জানিয়েছিল, তার সন্তান জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে মারা গেছে। আগের স্বামীর ঔরসে ওই নারীর একটি ছেলে রয়েছে এবং বর্তমান স্বামীর সঙ্গে এ নিয়ে তার প্রায়ই ঝগড়া হতো। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ওই মহিলা ভেবেছিলেন নবজাতক ছেলেটি তার আগের ছেলে জীবনকে অতিষ্ট করে তুলতে পারে। এ কারণে তিনি তার শিশুপুত্রকে ৪২,০০০ ইউয়ানে (৬,৭৪০ ডলার) এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দেন। এই অর্থ থেকে ক্রেতা দম্পতিকে খুঁজে বের করার জন্য একজন ডাক্তারকে ৭,০০০ ইউয়ান দিয়েছেন ওই পাষন্ড মা। চীনের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সন্তান বিক্রির দায়ে ওই নারী ও তার ডাক্তারের বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ আনা হয়েছে। দেশটিতে শিশু পাচারের ঘটনা নতুন নয়। ২০১৩ সালের মার্চ মাসে চীনের পুলিশ পাচারকারীদের কাছ থেকে দুই নারী ও ৯২টি শিশুকে উদ্ধার করে। ওই ঘটনায় জড়িত থাকার দায়ে ৩০১ ব্যক্তিকে আটক করা হয়। সূত্র : আইআরবি একুশে সংবাদ ডটকম/আর/২৬-০১-০১৫:
Link copied!