AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দর্শকের বুদ্ধিতে প্রতিপক্ষকে বধ সেরেনার


Ekushey Sangbad

০২:০৮ পিএম, জানুয়ারি ২৬, ২০১৫
দর্শকের বুদ্ধিতে প্রতিপক্ষকে বধ সেরেনার

একুশে স্পোর্টস ডেস্কঃ সোমবার অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোর লড়াইয়ে সেরেনা উইলিয়ামস সেটাই প্রমাণ করলেন। মেয়েদের টেনিসের ২৪ নম্বর বাছাই গারবিন মুগুরুজার বিপক্ষে প্রথম সেটেই হেরে বসেছিলেন উইলিয়ামস বোনদের কনিষ্ঠজন। তবে পরের সেটে ঠিকই ফিরে এসেছেন মার্কিন কৃষ্ণকলি। ২-৬, ৬-৩ ও ৬-২ ব্যবধানে ম্যাচ জিতে নাম লিখিয়েছেন পরের রাউন্ডে।   পাঁচবারের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী সেরেনা উইলিয়ামস কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন ডমিনিকা চিবুলকোভার। স্লোভাকিয়ান এই র‌্যাকেকটম্যান এবারের টুর্নামেন্টের দ্বিতীয় অঘটনের জন্ম দিয়ে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে বিদায় করেছেন। হারিয়েছেন ৬-২, ৩-৬ ও ৬-৩ গেমে। ধারনা করা হচ্ছে রজার ফেদেরারের পর এটা এবারের অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় তারকাপতন।   সোমবার ম্যাচ জয়ের পর সেরেনা উইলিয়ামস বলেন, ‘সে (মুগুরুজা) সত্যিই খুব জোরে জোরে সার্ভ করছিল। এটা আমাকে বেশ ফ্যাঁকড়ায় ফেলেছিল। এই অবস্থায় দর্শক সারি থেকে কেউ আমাকে স্পিন ব্যবহার করার পরামর্শ দেয়। এরপরই ম্যাচে স্বাভাবিক হই আমি। আসলে সবাই সবাইকেই শিক্ষা দিতে পারে। সবকিছুর জন্য সবাইকে ধন্যবাদ।’   প্রসঙ্গত, ২০১০ সালের পর কোয়ার্টার ফাইনালের ফাড়া কাটাতে পারেননি সেরেনা। গতবার এই গারবিন মুগুরিজার বিপক্ষেই হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন মেয়েদের শীর্ষ বাছাই।   একুশে সংবাদ ডটকম/সংগ্রাম/২৬.০১.১৫।
Link copied!