AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বাস্থ্য সচেতনতায় ইসলাম...


Ekushey Sangbad

০৩:৫১ পিএম, জানুয়ারি ২৬, ২০১৫
স্বাস্থ্য সচেতনতায় ইসলাম...

একুশে সংবাদ : সুস্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্বাস্থ্য বলতে আমরা বুঝি নিরোগ ও সতেজ দেহ। এটি পার্থিব উন্নতির জন্য যেমন প্রয়োজন, তেমনি কল্যাণময় পরকালের জন্যও। আর সুস্থ থাকার প্রথম ও প্রধান শর্ত হলো রোগমুক্ত থাকা। মানুষের রোগ সৃষ্টির ব্যাপারে ইসলাম ও বিজ্ঞানের ব্যাখ্যা কী, সে সম্পর্কেও সুস্পষ্ট ধারণা থাকতে হবে। রোগের ব্যাপারে বিজ্ঞানের ব্যাখ্যা হলো-পরিবেশগত কারণেই মানুষের রোগ হয়। মানুষের আশপাশের পরিবেশ যখন ভারসাম্যহীন হয়ে পড়ে এবং শরীরে যখন ধারণ ক্ষমতার অতিরিক্ত চাপ পড়ে, তখনই মানুষ নানামুখী সমস্যায় পড়ে। অর্থাৎ রোগে আক্রান্ত হয়। রোগের ব্যাপারে ইসলামের বক্তব্য কি? এ ব্যাপারে ইসলামের ভাষ্য হলো-মানুষ যখন অন্যায় ও পাপাচারে লিপ্ত হয়, তখন আল্লাহ তায়ালা তার মধ্যে রোগ দেন, যাতে সে পাপাচারমুক্ত হয় এবং এ ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে চলে। এ ব্যাপারে সুরা রুমের ১৪ নম্বর আয়াতে বলা হয়েছে, স্থলে ও জলে মানুষের কৃতকর্মের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়ে। আল্লাহ তায়ালা তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান, যাতে তারা ফিরে আসে। অন্য এক আয়াতে বলা হয়েছে, পরকালের কঠিন শাস্তির আগে দুনিয়াতে আমি তাদের কিছু শাস্তি দিয়ে থাকি, যেন তারা অনুতপ্ত হয় এবং পাপ কাজ থেকে বিরত থাকে। রোগের ব্যাপারে হাদিসেও উল্লেখ রয়েছে-হজরত আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেন, একদিন রাসুল বলেন, হে মুহাজির সম্প্রদায়! এমন পাঁচটি অভ্যাস রয়েছে, সেগুলো যেন তোমাদের মধ্যে পাওয়া না যায়, সে জন্য আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এগুলোর মধ্যে একটি হচ্ছে অশ্লীলতা। যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা প্রকাশ পায়, তখন তাদের মাঝে প্লেগ ও বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধি মহামারী আকারে বিস্তার লাভ করবে, যা তাদের পূর্বপুরুষ কখনো শোনেনি। মানবদেহে রোগের বিস্তার সম্পর্কে কোরান, হাদিস ও বিজ্ঞানের দুটি ধারা খুবই গুরুত্বপূর্ণ। মানুষ যেমন পাপাচার-অশ্লীলতার কারণে রোগাক্রান্ত হয়, তেমনি পরিবেশগত কারণেও এমন হয়ে থাকে। তবে পরিবেশ নষ্টের কারণ কিন্তু মানুষই। মানুষ প্রতিনিয়ত অসামাজিক কাজে লিপ্ত হয়ে তার চারপাশের পরিবেশ দূষিত করছে। নবি করিম এ ব্যাপারে ইরশাদ করেছেন, আল্লাহর কাছে তোমরা সুস্বাস্থ্য প্রার্থনা কর, কারণ ইমানের পর সুস্বাস্থ্যের চেয়ে অধিক মঙ্গলজনক কোনো কিছু কাউকে দান করা হয়নি । মাওলানা মিরাজ রহমান একুশে সংবাদ ডটকম/আর/২৬-০১-০১৫:
Link copied!