AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যম আয়ের দেশ হতে বিশ্বব্যাংকের সমর্থন


Ekushey Sangbad

০১:৪১ পিএম, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
মধ্যম আয়ের দেশ হতে বিশ্বব্যাংকের সমর্থন

একুশে সংবাদ : বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ বানাতে ধারাবাহিকভাবে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সনের বরাদ দিয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, মধ্যম আয়ের দেশ হতে বাংলাদেশের ঘোষিত লক্ষ্য অর্জনে সমর্থন দিতে বিশ্বব্যাংক প্রস্তুত। চলতি দশকের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে বিশ্বব্যাংকের সমর্থন অব্যাহত থাকবে। বিবৃতিতে অ্যানেট ডিক্সনের বরাত দিয়ে আরো বলা হয়, দারিদ্র্যবিমোচন ও মানবউন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে বাংলাদেশের ভূমিকা বৈশ্বিকভাবে স্বীকৃত। অন্যান্য দেশ বাংলাদেশের সমৃদ্ধ এ উন্নয়ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে। দারিদ্র্যবিমোচন ও মানবউন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে বিশ্ব ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশকে বিদ্যুৎ ঘাটতি কমানো, পরিবহন সমস্যা সমাধান, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলা, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন ও সরকারি সেবার মান বাড়ানোর ক্ষেত্রে করনীয় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের এ উন্নয়ন সম্পর্কে ধারণা নিতে গত ২১ ফেব্রুয়ারি ৫ দিনের সফরে বাংলাদেশে আসেন বিশ্ব ব্যাংক ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন। একুশে সংবাদ ডটকম/আর/২৭-০২-০১৫:
Link copied!