AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩০ রোগীর ঘাতক নার্সের যাবজ্জীবন কারাদণ্ড


Ekushey Sangbad

০৪:৩১ পিএম, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
৩০ রোগীর ঘাতক নার্সের যাবজ্জীবন কারাদণ্ড

একুশে সংবাদ : একটি বা দুইটি নয়, ৩০টির বেশি রোগীকে অতিরিক্ত চেতননাশক ওষুধ প্রয়োগ করে হত্যা করেছেন জার্মানির এক নার্স। বিষয়টি আদালতে অকপটে স্বীকার করেছেন তিনি। ঘৃণ্য এ কাজের যথা উপযুক্ত শাস্তিও পেয়েছেন ৩৮ বছর বয়সি নেলস এইচ নামের ওই নার্স। হত্যা ও হত্যাচেষ্টার দায়ে বৃহস্পতিবার তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন উত্তর জার্মানি একটি আদালত। গত সপ্তাহে এক শুনানিতে আদালতকে তিনি জানান, সেবা দিতে দিতে ক্লান্ত হয়ে যাওয়া পর অসহ্য হয়েই রোগীদের শরীরে অতিরিক্ত চেতননাশক ওষুধ প্রয়োগ করে তাদের মৃত্যু নিশ্চিত করেন তিনি। এ ঘটনাগুলো ঘটে ২০০৩ থেকে ২০০৫ সালে। নির্মম ওই কাজের জন্য হত্যার শিকার পরিবার ও স্বজনদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। অভিযুক্ত নার্স চিকিৎসকদের অনুমতি বজায় ছাড়াই রোগীদের শরীরে ওই চেতননাশক ওষুধ প্রয়োগ করেন। এরপর কার্ডিওভাসকুলারে মারাত্মক প্রতিক্রিয়ায় রোগীদের মৃত্যু হয়। জার্মানির অলডেনবার্গ জেলা আদালতের আইনজীবীরা জানান, রোগীদের সেবা করতে গিয়ে বিরক্ত হয়েই তিনি ওই সব কাজ করেছেন। যদিও নিজেকে পুনরুজ্জীবনকারী হিসেবে দক্ষতা অর্জনে ওই কাজ অনুশীলন করতেন বলেও দাবি তার। তিনি ভাবতেন, প্রথমটিতে সফল হলে পরেরটির ক্ষেত্রে একই পদ্ধতি প্রয়োগ করবেন। আদতে তিনি একের পর এক এ কাজ করলেও সফল হননি কোনোটিতে। হত্যাচেষ্টার দায়ে ২০০৮ সালে তার বিচার শুরু হয়। হত্যাচেষ্টার এক মামলায় সাড়ে ৭ বছর জেল হয়েছিল তার। কিন্তু পুলিশ এ ব্যাপারে অধিকতর তদন্ত শুরু করলেও একের পর এক বেরিয়ে আসে তার ঠান্ডা মাথায় হত্যাকাণ্ডের চিত্র। একুশে সংবাদ ডটকম/আর/২৭-০২-০১৫:
Link copied!