AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জেমকন সাহিত্য পুরস্কারের তালিকা প্রকাশ


Ekushey Sangbad

১২:১২ পিএম, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
জেমকন সাহিত্য পুরস্কারের তালিকা প্রকাশ

একুশে সংবাদ : জেমকন সাহিত্য পুরস্কার– ২০১৫ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছেন গ্রুপের পরিচালক ড. কাজী আনিস আহমেদ। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সম্প্রসারিত মিলনায়তনে সংক্ষিপ্ত এ তালিকা প্রকাশ করা হয়। এবারেই প্রথম সম্ভাব্য এ পাঁচটি বইয়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বইগুলো হচ্ছে- যতীন সরকারের ‘কালের কপোল তলে’, সালমা বাণীর ‘ইমিগ্রেশন’, শাহীন আখতারের ‘ময়ূর সিংহাসন’, শাহাদুজ্জামানের ‘অন্য এক গল্পকারের গল্প ‍নিয়ে গল্প’, এবং প্রশান্ত মৃধার ‘কাছে দূরের গান’। বইগুলোর সংক্ষিপ্ত এ তালিকাটির ঘোষণা দিয়ে জেমকন গ্রুপের পরিচালক ড. কাজী আনিস আহমেদ বলেন, ‘আমাদের সম্মানিত বিচারকমণ্ডলী ২০১৪ সালে প্রকাশিত গ্রন্থগুলো থেকে প্রাথমিকভাবে পাঁচটি গ্রন্থ নির্বাচন করেছেন। পরবর্তীতে বিচারকমণ্ডলীদের আরো একটি প্যানেল সেগুলো থেকে একটি গ্রন্থকে মনোনয়ন দেবেন।’ তিনি বলেন, ‘জেমকন সাহিত্য পুরস্কার সৃষ্টিশীল লেখকদের প্রেরণা জোগাবে বলে আমার বিশ্বাস।’ পুরস্কার কমিটির সদস্য সচিব কবি শামীম রেজা বলেন, ‘এবারেই প্রথম আমরা শর্ট লিস্ট প্রকাশ করছি। চূড়ান্ত বিচার করবেন আমাদের দেশের ও পশ্চিমবঙ্গের জ্যেষ্ঠ লেখকদের নিয়ে গঠিত বিচারকমণ্ডলীদের একটি প্যালেন।’ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কবি আসাদ চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ প্রমুখ। উল্লেখ্য, জেমকন সাহিত্য পুরস্কারের মূল্যমান ৫ লাখ টাকা। একুশে সংবাদ ডটকম/আর/২৮-০২-০১৫:
Link copied!