AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খুশকি দুর করার সহজ প্রাকৃতিক উপায়...


Ekushey Sangbad

১২:২৯ পিএম, মার্চ ১, ২০১৫
খুশকি দুর করার সহজ প্রাকৃতিক উপায়...

একুশে সংবাদ : চুলের আরো হাজারটা সমস্যার ভেতরে অন্যতম হচ্ছে খুশকি। বাজারে রয়েছে অনেক ধরনের শ্যাম্পু ও অন্যান্য কেমিক্যালপ্রধান খুশকি প্রতিরোধক প্রসাধন যার গুনগান টিভি বা খবরের কাগজে হরহামেশা দেখা যায়। এমনকি রাস্তার পাশের বিলবোর্ডেও আপনার এই সমস্যাটির বহু প্রযুক্তিনির্ভর সমাধান পাবেন। কিন্তু আদতে কি এসব প্রসাধন আপনার মাথার খুশকিকে তাড়াতে পারে? চেষ্টা যে একেবারে করেননি তা তো না। কতটা সফল হয়েছেন মাথার অযাচিত বোঝাটাকে তাড়াতে? আর তাই এবার আপনার জন্যেই দেওয়া হল খুশকি প্রতিরোধের কয়েকটি একদম প্রাকৃতিক উপায়।   ১. চায়ের তেল- এক গবেষনায় দেখা গেছে শ্যাম্পুর চাইতে খুশকি তাড়াতে চায়ের তেল ঢের বেশি কাজে আসে। তবে ইচ্ছে হলে আপনার ব্যবহৃত শ্যম্পুর সাথে কয়েক ফোঁটা চায়ের তেল মিশিয়েও খুশকি সমস্যা দূর করতে পারেন আপনি।   ২. অ্যাপল সাইডার ভিনেগার- আপেলের রস থেকে পাওয়া ভিনেগার কাজে আসতে পারে আপনার খুশকি সমস্যায়। এক্ষেত্রে আপেলের ভেতরে থাকা এ্যাসিড কাজ করে থাকে মাথার খুশকিকে দূর করতে। একটি কাপের এক-চতুর্থাংশ আপেলের রসের সাথে এক-চতুর্থাংশ পানি মিশিয়ে নিয়ে ভালো করে স্প্রে করুন চুলে। এরপর একটা নরম তোয়ালেতে মাথা জড়িয়ে রাখুন ১৫ মিনিট থেকে এক ঘন্টা অব্দি। সপ্তাহে দুবার এটি করার মাধ্যমে আপনি খুব সহজেই মুক্তি পেতে পারেন খুশকি থেকে।   ৩. নারকেল তেল- নারকেল তেল কেবল আপনার মাথার খুশকিই দূর করে তা নয়, চুলে ছড়িয়ে দেয় সুগন্ধ। আর তাই গোসলের আগে মাথার খুশকিতে ৩-৪ টেবিল চামচ নারকেল তেল মেখে এক ঘন্টা অপেক্ষা করুন। এরপর ভালো করে শ্যাম্পু করে নিন চুল। তবে ভালো হয় যদি শ্যাম্পু বাছাই এর ক্ষেত্রেও আপনার পছন্দের তালিকায় থাকে নারকেল তেলসমৃদ্ধ শ্যাম্পু।   ৪. লেবু- লেবুর চাইতে খুশকির ভালো প্রতিরোধক আর হতেই পারেনা। আর তাই প্রতিদিন ২ টেবিলচামচ লেবুর রস খুশকিতে লাগান। এরপর সেটাকে ধুয়ে নিন পানি দিয়ে। এরপর এক চামচ লেবুর রস ভালো করে মেখে নিন চুলেও। পদ্ধতিটি অনুসরন করতে থাকুন আপনার মাথার খুশকি একেবারে অদৃশ্য হয়ে যাওয়ার আগ অব্দি।   ৫. লবন- সাধারন কাজে ব্যবহৃত লবন হতে পারে আপনার খুশকির একটি মারাত্মক প্রতিরোধক। শ্যাম্পু করবার আগে একটি সল্টশেকার নিয়ে খানিকটা লবন মাথায় ছড়িয়ে নিন ও খানিকটা ঘষুন।   ৬. জলপাই তেল ও অ্যালোভেরা- শ্যাম্পুর আগে খানিকটা অ্যালোভেরা দূর করতে পারে আপনার খুশকি সমস্যাকে। আর সেক্ষেত্রে কাজ করতে পারে জলপাই তেলের ১০ মিনিটের ম্যাসেজও।   ৭. রসুন- মাথায় খুশকি উত্পাদনকারী ব্যাকটেরিয়াদেরকে দূর করে রসুন। তবে এর গন্ধ দূর করতে রসুন বেটে মাখার আগে এতে মিশিয়ে নিতে পারেন খানিকটা মধুও।   একুশে সংবাদ ডটকম/আর/০১-০৩-০১৫:
Link copied!