AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবুধাবীতে অগ্নিকাণ্ডে দগ্ধ মোহাম্মদ ইসমাইলের মৃত্যু


Ekushey Sangbad

০৭:২২ পিএম, মার্চ ১, ২০১৫
আবুধাবীতে অগ্নিকাণ্ডে দগ্ধ মোহাম্মদ ইসমাইলের মৃত্যু

একুশে সংবাদ : টানা দশদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন আবুধাবী অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ রাউজানের মোহাম্মদ ইসমাইল (৪০)। রবিবার স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে আরব আমিরাতের মাফরাখ হাসপাতালের চিকিৎকসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন আবুধাবী বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর আমান উল্লাহ চৌধুরী । গত ২০ ফেব্রুয়ারি আমিরাতের রাজধানীর শিল্পনগরী মোসাফ্ফাহ ৭নং প্রথম গলিতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ৯৫% শরীর পুড়ে যাওয়ায় মোহাম্মদ ইসমাইলকে গুরুতর অবস্থায় ভর্তি করানো হয় মাফরাখ হাসপাতালের বার্ন ইউনিটে। সেখানে টানা দশদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয়। উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি ভোররাতে আবুধাবীর মোসাফ্ফাহ ৭নং এলাকায় 'হুইল ব্যালেন্স' ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ বাংলাদেশিসহ এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ জনে। নিহত অন্য বাংলাদেশিরা হলেন চট্টগ্রাম জেলার রাউজানের এনামুল হক, ভুজপুরের আবদুল শুক্কুর ও ফটিকছড়ির সেলিম উদ্দিন। আহত বাংলাদেশিদের মধ্যে রাউজানের দিদার ও মঈনউদ্দিন এখনও চিকিৎসাধীন রয়েছেন। একুশে সংবাদ ডটকম/আর/০১-০৩-০১৫:
Link copied!