AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভিজিৎ হত্যার প্রধান সন্দেহভাজন ফারাবী আটক


Ekushey Sangbad

০১:০১ পিএম, মার্চ ২, ২০১৫
অভিজিৎ হত্যার প্রধান সন্দেহভাজন ফারাবী আটক

নিজস্ব প্রতিবেদকঃ লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় সেই প্রধান সন্দেহভাজন আসামি শাফিউর রহমান ফারাবীকে র‌্যাব গ্রেপ্তার করেছে, যিনি এর আগে ব্লগার রাজীব হত্যাকাণ্ডের পর ফেইসবুকে উসকানিমূলক স্ট্যাটাস দিয়ে গ্রেপ্তার হয়েছিলেন।   মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা প্রকৌশলী অভিজিৎ রায় হত্যা মামলায় ফারাবী শফিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তবে অভিজিৎ হত্যায় ফারবী সরাসরি জড়িত কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি এই বাহিনী।   সোমবার দুপুরে উত্তরায় র‌্যাব সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান র‌্যাবের পরিচালক (আইন ও গণমাধ্যম শাখা) মুফতি মাহমুদ। অভিজিৎ হত্যায় প্রধান সন্দেহভাজন আসামি হিসেবে আজ ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী থেকে  ফারাবী শফিউর রহমানকে আটক করে র‌্যাব-১০।   সংবাদ সম্মেলনে মুফতি মাহমুদ বলেন, ‘আটকের পর ফারাবীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে জানিয়েছে, এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিজিতকে হত্যার হুমকি দিয়েছিল সে। হত্যাকাণ্ডে সে সরাসরি জড়িত কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অভিজিৎ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।’   তিনি আরো বলেন, ‘ফেসবুকের মাধ্যমে অভিজিতের সঙ্গে ফারাবীর পরিচয়। প্রথম দিকে অভিজিতের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিলো। ভিন্ন মতাদর্শের কারণে পরবর্তীতে অভিজিতের সঙ্গে সম্পর্ক খারাপ হয় তার। তবে অভিজিতের ব্লগের লেখাগুলো সে নিয়মিত পড়তো।   অভিজিৎ খুন হওয়ার পর পর ফারাবী তার ফেসবুক ও ব্লগে বিভিন্ন কমেন্ট ও ছবি শেয়ারও করেছে। এসব থেকে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডে সে জড়িত থাকতে পারে। এজন্য তাকে সন্দেহভাজন আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে।’   জিজ্ঞাসাবাদে ফারাবী আরো জানিয়েছে, মান্নান রাহি নামে আরেক ব্লগারকে ফারাবী বলেছিল অভিজিতকে এখন হত্যা করা সম্ভব হবে না। সে আমেরিকা থেকে দেশে ফিরলে তাকে হত্যা করা যেতে পারে।   সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘তিন-চার বছর ধরে ফারাবী ব্লগার হিসেবে ইসলামী চিন্তা-চেতনা নিয়ে লেখালেখি করে জনপ্রিয়তা পায়। তার মতাদর্শের বিপরীতে কথিত নাস্তিক ব্লগারদের বিভিন্ন ব্লগে বিরোধিতা করতে থাকে। এ নিয়ে তার সঙ্গে, থাবা বাবা (ব্লগার রাজীব), আসিফ মহিউদ্দিন, অভিজিৎ রায়, তসলিমা নাসরিন, দাড়ি-পাল্লা ধমাধম, দিগম্বর-পয়গম্বর, সানতুনু মহাপাত্র, অগ্নিবীনা, আল্লামা শয়তান (মশিউর রহমান), সানতুনু আদিম, প্যানগ্যান দেবতা ও হিন্দু যোদ্ধা নামক ব্লগারদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।’   এদিকে সন্ধ্যায় ফারাবীকে শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া উইং) মাকসুদুল আলম।   চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানে লেখাপড়া করতেন ফারাবী। এক সময় লেখাপড়া ছেড়ে দিয়ে ২০১০ সালে হিযবুত তাহরীরে যোগ দেন। ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি ব্লগার রাজিব খুন হওয়ার পর ফেসবুক ও ব্লগে বিভিন্ন উসকানিমূলক স্ট্যাটাস দেয় ফারাবী। তিনি রাজীবের জানায়ায় ইমামতি করবেন বলেও ফেসবুকের ওয়ালে স্ট্যাটাস দেন। এরপর রাজীব হায়দারের জানাজা পড়ানোয় ইমামকে হত্যার হুমকি দিয়ে আটক হন ফারাবী শফিউর রহমান। পরে তিনি জামিনে মুক্তি পান।   গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার বটতলায় বইমেলায় প্রবেশের নিরাপত্তা ফটকের সামনে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে নিহত হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়। স্ত্রীসহ তিনি বইমেলা থেকে ফিরছিলেন। হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদও গুরুতর আহত হয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।     একুশে সংবাদ ডটকম/এইচ কে এস/০২.০৩.১৫।
Link copied!