AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জয়শঙ্কর ঢাকায়, বসছেন বৈঠকে


Ekushey Sangbad

০১:১২ পিএম, মার্চ ২, ২০১৫
জয়শঙ্কর ঢাকায়, বসছেন বৈঠকে

নিজস্ব প্রতিবেদকঃ সার্কযাত্রার অংশ হিসেবে ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর দুই দিনের ‘শুভেচ্ছা সফরে’ বাংলাদেশে এসেছেন।   বেলা সাড়ে ১১টার দিকে তিনি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব তাকে অভ্যর্থনা জানান। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ এ সময় উপস্থিত ছিলেন।গত মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সফরের পরেই তিনি বাংলাদেশে এলেন।   বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে এই সম্পর্ক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সার্ক দেশগুলোর সঙ্গে সুপ্রতিবেশিসুলভ সম্পর্ক গড়ে তুলতে চান। এ কারণে তিনি জয়শঙ্করকে সার্কভুক্ত দেশগুলো সফরে পাঠিয়েছেন।   গত ১ মার্চ ভুটান সফরের মধ্য দিয়ে জয়শঙ্করের সার্কযাত্রার প্রথম পর্যায় শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে তিনি ভুটান থেকে আজ বাংলাদেশে এলেন। বাংলাদেশ হয়ে পাকিস্তান যাবেন তিনি।জয়শঙ্কর ঢাকা সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।   আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে শহীদুল হকের সঙ্গে জয়শঙ্করের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জয়শঙ্করের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।বিকেল তিনটায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জয়শঙ্কর।   সন্ধ্যা ছয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন সফররত ভারতের পররাষ্ট্রসচিব।এসব বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ সব বিষয়ই আলোচনায় উঠবে বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।   ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ মোদী দায়িত্ব নেয়ার ছয় মাসের মাথায় গত ২৯ জানুয়ারি সুজাতা সিংকে সরিয়ে জয়শঙ্করকে পররাষ্ট্র সচিব করেন।   ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, জয়শঙ্করের এই সফর ঝুলে থাকা তিস্তা চুক্তি সইয়ের ক্ষেত্রে গতি দেবে।   একুশে সংবাদ ডটকম/এইচ কে এস/০২.০৩.১৫।
Link copied!