AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হরতাল-অবরোধ বন্ধে সরকারের নিষ্ক্রিয়তা কেন


Ekushey Sangbad

০২:৪৫ পিএম, মার্চ ২, ২০১৫
হরতাল-অবরোধ বন্ধে সরকারের নিষ্ক্রিয়তা কেন

নিজস্ব প্রতিবেদকঃ হরতাল-অবরোধে নিষেধাজ্ঞা দিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন ‘অবৈধ’ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।একইসঙ্গে অবরোধকে কেন ‘অসাংবিধানিক’ করা হবে না- আরেক রুলে তাও জানতে চেয়েছে আদালত।   একইসঙ্গে গত ৬ জানুয়ারি থেকে এ পর্যন্ত হরতাল-অবরোধ চলাকালীন ‘ক্রেডিট ইনভেস্টিগেশন ব্যুরোর (সিআইবি) তালিকা স্থগিত করতে কেন নির্দেশ দেয়া হবে না তাও জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।   সোমবার ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইসহ চার সংগঠনের করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।   আজ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকি। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার ইমতিয়াজ মঈনুল ইসলাম। পরে ব্যারিস্টার ইমতিয়াজ মঈনুল ইসলাম আদালতের আদেশ সাংবাদিকদের জানান।   আগামী চার সপ্তাহের মধ্যে সরকার, স্বরাস্ট্র সচিব, অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্ণরসহ ৪২ জন বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।   গতকাল রোববার ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, বিটিএমইএ এবং বিকেএমইএ হরতাল অবরোধের উপর বিধি নিষেধ আরোপ এবং ক্ষতিপূরণ চেয়ে এ রিটটি করেন। একই সঙ্গে আরো বেশ কয়েকটি রুল চেয়েছিলেন রিটকারীরা।   একুশে সংবাদ ডটকম/এইচ কে এস/০২.০৩.১৫।
Link copied!