AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আফগানিস্তানে আবারো তুষারধস


Ekushey Sangbad

০৩:২৫ পিএম, মার্চ ২, ২০১৫
আফগানিস্তানে আবারো তুষারধস

একুশে ডেস্কঃ আফগানিস্তানের পানশির উপত্যকায় ফের তুষারধস আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। এর আগে বুধবার ওই একই অঞ্চলে তুষারধসে ২৮৬ জন নিহত হয়েছিলেন বলে জানিয়েছে বিবিসি।   পানশিরের প্রাদেশিক গভর্নরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই নতুন তুষারধসে আগের ধসে চাপা পড়া এলাকাগুলো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গভর্নর আব্দুল রহমান কাবিরি বিবিসি’কে জানিয়েছেন, ৪০ মিটার উঁচু তুষারের নীচে উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশটির বেশ কিছু নতুন এলাকাও চাপা পড়েছে।   সাম্প্রতিক দিনগুলোতে দেশজুড়ে তুষারধস ও বন্যায় অন্তত ২৮৬ জনের মৃত্যু হয়েছে বলে এর আগে জানিয়েছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে পানশিরে।ওই উপত্যকার অনেক মানুষ তুষারে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছিল। এরই মধ্যে আবার তুষারধসে পরিস্থিতি সঙ্কটজনক হয়ে পড়েছে।   তুষারধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ পারিয়ান বিচ্ছিন্ন হয়ে আছে বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা। তুষারধসে সবচেয়ে ক্ষতিগ্রস্থ সাতটি গ্রামে বিমান থেকে ত্রান সামগ্রি বিতরণ করা হচ্ছে বলে বিবিসি জানিয়েছে।   এদিকে তুষারধসে ব্যাপক হতাহতের ঘটনায় তিন দিনের জাতীয় শোক পালিত হচ্ছে আফগানিস্তানে। এছাড়া দেশের এই দুর্যোগ মুহূর্তে নির্ধরিত ইরান সফর সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ঘানি।   প্রসঙ্গত, আফগানিস্তানে তুষারধস কোনো নতুন ঘটনা নয়। ২০১০ এবং ২০১২ সালে দেশটিতে ১২টির মত ধস হয়েছিল। তবে গত তিন দশকে পানশিরে কোনো তুষারধস দেখা যায়নি।   একুশে সংবাদ ডটকম/এইচ কে এস/০২.০৩.১৫।
Link copied!