AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভিজিৎ হত্যায় ফারাবী ওতপ্রোতভাবে জড়িত: র‌্যাব


Ekushey Sangbad

০৬:০০ পিএম, মার্চ ২, ২০১৫
অভিজিৎ হত্যায় ফারাবী ওতপ্রোতভাবে জড়িত: র‌্যাব

নিজস্ব প্রতিবেদকঃ মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা প্রকৌশলী অভিজিৎ রায় হত্যায় শফিউর রহমান ফারাবী জড়িত বলে দাবি করেছে র‌্যাব। সোমবার দুপুরে র‌্যাব সদর দপ্তরে ফারাবী গ্রেপ্তার পরবর্তী সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এই দাবি করেন।   তিনি বলেন, ‘ফেসবুকে ফারাবীর কর্মকাণ্ড পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে ফারাবী অভিভিৎ হত্যাকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।’   ফরাবী অভিজিৎকে ফেসবুকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে দাবি করে মুফতি মাহমুদ খান বলেন, ‘অভিজিতের বাবাও দাবি করেছেন দেড় বছর ধরে ফারাবী অভিজিৎকে হুমকি দিয়ে আসছে। র‌্যাবও ফারাবীর ফেসবুক কর্মকাণ্ড পর্যালোচনা করে দেখছে, সে তার এক বন্ধুকে বলেছে- অভিজিৎ রায় আমেরিকায় থাকে। তাকে হত্যা করা সম্ভব না। তবে সে যখন দেশে আসবে তখন তাকে হত্যা করা হবে।’   তিনি বলেন, ‘অভিজিৎ হত্যার পর ফারাবী তার এক বন্ধুকে অভিজিতের রক্তাক্ত ছবি পাঠিয়ে বলে- ছবি পাইছেন কি? এরপর সে বলে- আমি গ্রেপ্তার হবো কাল পড়শু।’   মুফতি মাহমুদ দাবি করেন, তিন-চার বছর ধরে ফারাবী ব্লগার হিসেবে ইসলামী চিন্তা-চেতনা নিয়ে লেখালেখি করে জনপ্রিয়তা পায়। তার মতাদর্শের বিপরীতে কথিত নাস্তিক ব্লগারদের বিভিন্ন ব্লগে বিরোধিতা করতে থাকে। এ নিয়ে তার সঙ্গে থাবা বাবা (ব্লগার রাজীব), আসিফ মহিউদ্দিন, অভিজিৎ রায়, তসলিমা নাসরিন, দাড়িপাল্লা ধমাধম, দিগম্বর-পয়গম্বর, সানতুনু মহাপাত্র, অগ্নিবীনা, আল্লামা শয়তান (মশিউর রহমান), সানতুনু আদিম, প্যানগ্যান দেবতা ও হিন্দু যোদ্ধা নামক ব্লগারদের বিরোধের সৃষ্টি হয়।   মুফতি মাহমুদ বলেন, ‘এর আগেও শাহবাগ আন্দোলনের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজা পড়ানোয় ইমামকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার হন ফারাবী। পরে তিনি জামিনে মুক্তি পান।’   10_RAB-arrests_Farabi-Shafiur-Rahman-(3) গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার বটতলায় বইমেলায় প্রবেশের নিরাপত্তা ফটকের সামনে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে নিহত হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়। স্ত্রীসহ তিনি বইমেলা থেকে ফিরছিলেন। হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদও গুরুতর আহত হয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।   প্রত্যক্ষদর্শীরা জানান, বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে প্রবেশপথের কাছে রাজু ভাস্কর্যের দিকে বটগাছের তলায় এ হামলার ঘটনা ঘটে। কয়েকজন যুবক তাদের চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। এসময় তারা দাঁড় করিয়ে রাখা একটি মোটরসাইকেলের উপর পড়ে যান। দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় ওই মোটরসাইকেলের নম্বর প্লেটটিও খুলে নিয়ে গেছে।   এর আগে ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি একইভাবে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন লেখক হুমায়ুন আজাদ। আর গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) একইভাবে খুন হলেন অভিজিৎ রায়।   উল্লেখ, অভিজিৎ রায় যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। এবার একুশের বইমেলায় তার দু’টি বই প্রকাশ হওয়ার কারণেই তিনি দেশে ফিরেন। ধর্ম নিয়ে লেখালেখির কারণে এর আগে বেশ কয়েকবার তাকে মৌলবাদীরা প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া মৌলবাদীদের হুমকির মুখে অনলাইন বুকশপ রকমারিও তার বই ‘বিশ্বাসের ভাইরাস’ প্রত্যাহার করে নেয়।   ফারাবীর পরিচয় শফিউর রহমান ফারাবীর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার বড়ভিলা কুমারশীল মোড় কালাইশ্রী পাড়া। তার বাবার নাম ফেরদৌসুর রহমান। ২০০৫ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে ভর্তি হন। এখনো সেখানেই অধ্যয়নরত। একুশে সংবাদ ডটকম/এইচ কে এস/০২.০৩.১৫।
Link copied!