AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভিজিতের স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাচ্ছে দূতাবাস


Ekushey Sangbad

১০:১৪ এএম, মার্চ ৩, ২০১৫
অভিজিতের স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাচ্ছে দূতাবাস

একুশে সংবাদঃ সন্ত্রাসী হামলায় নিহত সাম্প্রদায়িকতাবিরোধী লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে উন্নত চিকিৎসার জন্য শিগগির যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়া হবে। এরইমধ্যে তাকে সেখানে নেওয়ার প্রক্রিয়া ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাস শুরু করেছে।অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক অজয় রায় বিষয়টি নিশ্চিত করেছেন।   তিনি জানান, বাংলাদেশে বান্যার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সরকার। তাই তারা বন্যাকে সে দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। অ্যাম্বাসি ইতিমধ্যে সব রকম ব্যবস্থা করে রেখেছে। আজ রাতেই তাকে নিয়ে যাওয়ার কথা। তবে কয়টায় ফ্লাইট, তা এখনো জানানো হয়নি।   গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার বটতলায় বইমেলায় প্রবেশের নিরাপত্তা ফটকের সামনে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে নিহত হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়। স্ত্রীসহ তিনি বইমেলা থেকে ফিরছিলেন। হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদও গুরুতর আহত হয়েছেন।   প্রত্যক্ষদর্শীরা জানান, বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে প্রবেশপথের কাছে রাজু ভাস্কর্যের দিকে বটগাছের তলায় এ হামলার ঘটনা ঘটে। কয়েকজন যুবক তাদের চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। এসময় তারা দাঁড় করিয়ে রাখা একটি মোটরসাইকেলের উপর পড়ে যান। দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় ওই মোটরসাইকেলের নম্বর প্লেটটিও খুলে নিয়ে গেছে।   উল্লেখ, অভিজিৎ রায় যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। তারা সে দেশেরই নাগরিক এবার একুশের বইমেলায় তার দু’টি বই প্রকাশ হওয়ার কারণেই তিনি দেশে ফিরেন। ধর্ম নিয়ে লেখালেখির কারণে এর আগে বেশ কয়েকবার তাকে মৌলবাদীরা প্রাণনাশের হুমকি দেয়।   একুশে সংবাদ ডটকম/এইচ কে এস/০৩.০৩.১৫।
Link copied!