AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাছ রক্ষায় বৌদ্ধ ভিক্ষুর অভিনব আন্দোলন


Ekushey Sangbad

১২:০৫ পিএম, মার্চ ৩, ২০১৫
গাছ রক্ষায় বৌদ্ধ ভিক্ষুর অভিনব আন্দোলন

একুশে সংবাদ : থাইল্যান্ডের গাছপালা নিধনের বিরুদ্ধে অভিনব আন্দোলন শুরু করেছেন একজন বৌদ্ধ ভিক্ষু। ফ্রাক্রু পিতাক নানথাখুন নামে এই ভিক্ষু গত ২৫ বছর ধরে পরিবেশ রক্ষার লক্ষ্যে গাছপালার গায়ে পরিয়ে দিচ্ছেন গেরুয়া পোশাক। ”কোনো মানুষের গায়ে গেরুয়া উঠলে যেমন সে ভালো মানুষ হওয়ার চেষ্টা করে,” তিনি বলছেন, ”তেমনি আমরা যখন কোনো গাছের গায়ে গেরুয়া চড়াই তখন আশা করি মানুষ সেটিকে একটি পবিত্র চিহ্ন হিসেবে দেখবে এবং গাছটিকে রক্ষা করার চেষ্টা করবে।” থাইল্যান্ড বৌদ্ধ-প্রধান দেশ। বৌদ্ধ ধর্মমতে এই গেরুয়া পোশাককে পবিত্র বলে মনে করা হয়। গাছের গায়ে গেরুয়া পোশাকের জন্য কেউ গাছটিকে কেটে ফেলতে চায় না। ফ্রাক্রু পিতাক নানথাখুন বলছেন, থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় নান্ প্রদেশে বণভূমি ধ্বংসের মাত্রা এখন এক বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। মধ্যস্বত্ত্বভোগী দালাল, ভূমিদস্যু এবং অবৈধ কাঠ ব্যবসায়ীরা ব্যাপক হারে গাছপালা কেটে ফেলছে বলে তিনি জানান। ”আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কিভাবে একে মোকাবেলা করা যায়। শেষ পর্যন্ত বৌদ্ধ ধর্মবষিয়ক পুস্তক ঘাঁটাঘাটি করে এর জবাব পেলাম।” এই প্রথায় ধর্মীয় আচার পালনের পর গাছে গায়ে ছিটিয়ে দেয়া হয় পবিত্র পানি এবং পরিয়ে দেয়া হয় গেরুয়া। এই ভাবে গেরুয়া পোশাক পরিয়ে নান্ প্রদেশে বহু গাছকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হয়েছে। প্রকল্পটি এতটাই সফল যে লাওস, ভিয়েতনাম, মিয়ানমার, ভুটান এবং শ্রীলংকাতেও একই ভাবে গাছ রক্ষার আন্দোলন শুরু হয়েছে। একুশে সংবাদ ডটকম/আর/০৩-০৩-০১৫:
Link copied!