AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামের হাটহাজারীর দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী নাছিরের জীবন চলে ভিক্ষা করে


Ekushey Sangbad

০৪:০৮ পিএম, মার্চ ৩, ২০১৫
চট্টগ্রামের হাটহাজারীর দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী নাছিরের জীবন চলে ভিক্ষা করে

হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার শায়েস্থা খাঁ পাড়া গ্রামের মোহাম্মদ নাছির জম্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী (অন্ধ)। তার মোহনীয় বাঁশি ও কন্ঠের সুর শোনেননি হাটহাজারীতে এমন লোক খুজে পাওয়া যাবে না। উপজেলার বিভিন্ন স্থানে যে কোন সাংস্কৃতিক অনুষ্টান ও গানের আসরে নাছিরের কন্ঠ সবাই শুনত। নাছিরের বাঁশির সুর শুনলেই যে কেউ না দাঁড়িয়ে যেতেই পারে না। দৃষ্টি প্রতিবন্ধী নাছিরের জীবন ও জীবিকা নির্বাহের এক মাত্র পথ হল গান গেয়ে কিছু অর্থ রোজগার করা। আজ সে নাছিরকে পথের ধারে মসজিদের পাশে দাঁড়িয়ে ভিক্ষা করতে হয়। নাছির উপজেলা সদর শায়েস্থা খাঁ পাড়া গ্রামের অলি আহমেদ এর পুত্র। একদিকে অন্ধ অন্যদিকে অতি দরিদ্র ঘরে জম্ম হওয়ার কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহনের সুযোগ হয়নি তার। তবে বাল্যকাল থেকে বাঁশির প্রেম তাকে জীবিকা উপার্জনের পথ দেখিয়েছে। নিপুন শিল্পীর দক্ষতা ভাটিয়ালী,আধুনিক,মাইজ ভান্ডারী,দেশেত্মবোধক ও ছায়াছবির গানের সুর যেন তার বাঁশিতে এমনিতেই তৈরি হয়। অন্যরা যেভাবে বাঁশি বাজায়,নাছির সেভাবে বাঁশি বাজাতে পারে না। আর বাঁশি সবাই আড়ে বাজালেও নাছির বাজায় লম্বা করে উপরের দিকে মুখ রেখে। ভিন্ন পরিবেশনে বাঁশি বাজানোর এ সুর প্রশিক্ষিত প্রকৃত বাঁশি ওয়ালাও বাজাতে পারে না। হাটহাজারীর বিভিন্ন অনুষ্টানে ও তাকে গান করতে দেখা যায়। রাস্তায় ভিক্ষা করার সময় নাছিরের সাথে কথা হলে তিনি এ প্রতিবেদক বলেন,ডিজিটাল পদ্ধতিতে দেশে সব গান চলছে এখন আর আগের মত আমার সে সব গান তেমন একটা কেউ শুনতে চাই না। এর পর ও সে ডিজিটাল পদ্ধতির বর্তমান প্রজম্মের সবার প্রছন্দের গান গাইতে পারেন বলে জানান। নাছিরের এ কন্ঠকে বাঁচিয়ে রাখতে বিত্তবান লোকজন তাকে সহযোগিতা করলে হয়তো নাছিরের আগের সে দিন ফিরে পাবে। হাটহাজারী জাগৃতি ক্লাব,খেলোয়ার সমিতি অতিত ও বর্তমান সদস্যরা তাদের বিভিন্ন অনুষ্টানে নাছিরের গান পরিবেশন করত। তাদের সাংগঠনিক বিভিন্ন অনুষ্টানে নাছিরের একটি গান হলেও দর্শকদের সামনে নাছিরকে গাইবার সুযোগ দিত। স্থানীয় বাসিন্দা আসলাম মোর্শেদ প্রায় সময় তাকে বিভিন্ন অনুষ্টানের গান গাওয়ার সহযোগিতা করতেন। তিনি বলেন, নাছির গান গেয়ে কিছু অর্থ আয় করে সংসার চালানোর চিন্তা করত কিন্তু আজ তাকে ভিক্ষা করে সংসার চালাতে হয়। অন্ধ নাছিরের সাথে কথা হলে তিনি আরো বলেন,হয়তো আল্লাহ তাকে সুন্দর এই পৃথিবীর আলো-প্রকৃতি না দেখানোর জন্য সৃষ্টি করেছেন। এতে তার কোন কষ্ট নেই,কিন্তু তার আছে এক মাত্র সংসার নিয়ে বেঁচে থাকার স্বপ্ন । কি প্রত্যাশা নাছিরের জানতে চাইলে বলেন,জীবনে একটাই চাওয়া কারো সহযোগিতা পেলে বিটিভি’র ইত্যাদী ” তে অংশ গ্রহন করা। একুশে সংবাদ ডটকম/আর/০৩-০৩-০১৫:
Link copied!