AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিরাপত্তা নিশ্চিত হলে আত্মসমর্পণ করবেন খালেদা


Ekushey Sangbad

০৪:৩০ পিএম, মার্চ ৩, ২০১৫
নিরাপত্তা নিশ্চিত হলে আত্মসমর্পণ করবেন খালেদা

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়াপারসনের আইনজীবী ও সুপ্রিমকোর্ট আইজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করলে আদালতে আত্মসমর্পণ করতে পারেন খালেদা জিয়া।   মঙ্গলবার বেলা ২টা ৪০ মিনিটে তার চেম্বারে সাংবাদিকেদের বিভিন্ন প্রশ্নের জবাবে মাহবুব এ কথা বলেন।   তিনি বলেন, ‘আগামীকাল বুধবার নিম্ন আদালতে খালেদা জিয়ার হাজির হওয়ার কথা। আদালতে আত্মসমর্পণ করতে বেগম জিয়ার ইচ্ছাও রয়েছে। তবে আদালতের যাওয়ার ক্ষেত্রে সরকারকে পর্যাপ্ত নিরাপাত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা ও জামিনের ব্যবস্থা হলে আদালতে আত্মসমর্পণ করতে রাজি আছেন খালেদা জিয়া।’   খন্দকার মাহবুব বলেন, ‘আমরা যারা খালেদার সিনিয়র আইনজীবী আছি তাদেরকে আইনি বিষয়ে পরামর্শ করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী বাধা দিচ্ছে।’   তিনি অভিযোগ করে বলেন, ‘আইনি পরামর্শ করার জন্য সিনিয়র আইনজীবী বিচারপতি টিএইচ খানের মোহাম্মদপুরের বাসায় গিয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের অবরুদ্ধ করে রেখেছিলেন। আমরা খালেদার সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগও পাচ্ছি না। আমাদেরকে বাধা দেয়া হচ্ছে।’   গ্রেপ্তারি পরোয়ানার আদেশের কপি এখনো খালেদা জিয়ার হাতে যায়নি বলে দাবি করেন খন্দকার মাহবুব।   একুশে সংবাদ ডটকম/এইচ কে এস/০৩.০৩.১৫।
Link copied!