AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাশকতা বন্ধ না করলে সংলাপ হতে পারেনা


Ekushey Sangbad

০৫:৪৫ পিএম, মার্চ ৩, ২০১৫
নাশকতা বন্ধ না করলে সংলাপ হতে পারেনা

নিজস্ব প্রতিবেদকঃ নাশকতা বন্ধ না করলে সংলাপ হতে পারেনা বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান।   তিনি বলেন, ‘আগে নাশকতা বন্ধ, পরে সংলাপ। সন্ত্রাস, জঙ্গিবাদ, পেট্রোলবোমা নিক্ষেপকারীদের কাছে রাষ্ট্র পরাজিত হতে পারে না। যে কারণে নাশকতাকাতা বন্ধ না করে সংলাপ হলে সন্ত্রাসীদের কাছে মাথা নত করা হবে।’   মঙ্গলবাব বেলা ১২টায় মাগুরা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।   পেট্রোলবোমা মেরে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করা মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে মিজানুর রহমান বলেন, ‘বর্তমানে দেশে যা চলছে তা রাজনীতির নামে ব্যভিচার। রাষ্ট্রের পাশাপাশি এ হুমকিকে মোকাবেলায় দেশে সুস্থ চিন্তার মানুষকে একত্রিত হতে হবে। জনগনকে এ বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’   অভিজিৎ রায় হত্যাকাণ্ড প্রসঙ্গে ড. মিজান বলেন, আশাকরি সরকার দ্রুত এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচার সম্পন্ন করবে। তা না হলে এ দেশে সুস্থ চিন্তা বাধাগ্রস্থ হবে।   একুশে সংবাদ ডটকম/এইচ কে এস/০৩.০৩.১৫।
Link copied!