AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লন্ডনে অভিজিতের প্রতি শ্রদ্ধায় মোমবাতি প্রজ্জ্বলন ও শোক মিছিল


Ekushey Sangbad

১২:০২ পিএম, মার্চ ৪, ২০১৫
লন্ডনে অভিজিতের প্রতি শ্রদ্ধায় মোমবাতি প্রজ্জ্বলন ও শোক মিছিল

একুশে সংবাদ : লেখক ও বৈজ্ঞানিক অভিজিত রায়কে নৃশংস হত্যার প্রতিবাদে লন্ডনের ট্রাফেলগার স্কয়ারে 'আই এম অভিজিৎ অ্যাকশন গ্রুপ লন্ডন'-এর ডাকে প্রতিবাদ সভা ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শোক প্রকাশ করা হয় রবিবার (১ মার্চ)। ন্যাশনাল গ্যালারির সামনে সারিবদ্ধভাবে বিভিন্ন প্লাকার্ড, হ্যান্ড নোট, ব্যানার নিয়ে মানুষ ‘ও আলোর পথযাত্রী এবং আগুনের পরশমনি’ গানের ভেতর দিয়ে শোক জ্ঞাপন করে। লন্ডনের বিভিন্ন মুক্ত যুক্তিবাদী ও সামাজিক সংগঠনের মুখপাত্ররা এই সভায় অংশগ্রহণের মাধ্যমে সহমর্মিতা ও ক্ষোভ প্রকাশ করেন। ধর্মান্ধতা প্রসূত সাম্প্রতিক উন্মাদনা, বৈশ্বিক অস্থিরতা এবং নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন সেন্টার ফর সেক্যুলার স্পেসের ডাইরেক্টর গীতা সাইগল।বাংলাদেশে প্রগতিশীল চিন্তার চর্চাকারীদের এই হত্যায় ভীত না হয়ে আরও ঐক্যবদ্ধ ও শক্তি সঞ্চয় করতে আহ্বান জানান নারীবাদী গবেষক ও ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডনের শিক্ষক রুমানা হাশেম। তিনি বলেন, আমরা এখানে শুধু এসেছি শুধু শোক প্রকাশ করতে নয় বরং দাবি আদায় করতে। এছাড়া মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত প্রগতিবাদী আলিয়াহ সালিম, ইরানি বংশোদ্ভূত ম্যাগডুলিন আবাইদা, মরোক্কান মানবতাবাদী ও চলচ্চিত্র নির্মাতা ইমাদ ইদাইন হাবিব, বৃটিশ-বাংলাদেশি নারীবাদী জরজি ভেমিস, বাংলাদেশি বংশোদ্ভূত অজন্তা দেব রায়, অনুজিত সরকার, স্মৃতি আজাদ ছাড়া আরও অনেকে। যুক্তরাজ্যের সত্যেন সেন স্কুল অব পারফরমিং আর্টস, নারী দিগন্ত, এক্সট্রাডাইট মইনুদ্দীনসহ নানান বাঙালি সংগঠন অভিজিত রায়ের শোক ও প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ ও একাত্মতা প্রকাশ করেন। একুশে সংবাদ ডটকম/আর/০৪-০৩-০১৫:
Link copied!