AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খালেদার অনুপস্থিতিতে এজলাসের কার্যক্রম শুরু


Ekushey Sangbad

১২:১৬ পিএম, মার্চ ৪, ২০১৫
খালেদার অনুপস্থিতিতে এজলাসের কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদকঃ জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর খালেদা জিয়ার অনুপস্থিতিতেই তাকে গ্রেপ্তারে জারি করা পরোয়ানা প্রত্যাহারসহ কয়েকটি আবেদনের শুনানি শুরু হয়েছে।   ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এজলাসে ওঠেন। খালেদার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার, আদেশ সংশোধন, জামিন বহাল ও সাক্ষ্য পেছানোর আবেদন করেন তার আইনজীবীরা। বিএনপি চেয়ারপারসন নিরাপত্তাজনিত কারণে আদালতে আসতে পারছেন বলে তার অনুপস্থিতির পক্ষে যুক্তি তুলে ধরেন খালেদার আইনজীবী এ জে মোহাম্মদ আলী। বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে উচ্চ আদালতে আবেদনের কথা ‍তুলে ধরে তিনি বলেন, এটা মিডিয়া ট্রায়াল হচ্ছে, যা বিচারকের অর্ডারে রিফ্লেক্ট হচ্ছে। আমরা আপনার ওপর অনাস্থা জানিয়ে উচ্চ আদালতে আবেদন করেছি এবং তার রুল জারি হয়েছে, যা নিষ্পত্তির অপেক্ষায় আছে।   গ্রেপ্তারি পরোয়ানা জারির পরেও খালেদা আদালতে না যাওয়ার কথা তুলে ধরে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে বিচারক বলেন, “উনি আদালতে আসেননি। উনার আইজীবীদের এসব পিটিশন করার এখতিয়ার আছে?” জবাবে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, “খালেদা জিয়া আদালতে না আসায় তাদের এসব আবেদন করার কোনো এখতিয়ার নেই।” এ সময় উভয়পক্ষের আইনজীবীদের মধ্যে কিছুটা উত্তেজনার আবার শুনানি শুরু হয়।   একুশে সংবাদ ডটকম/এইচ কে এস/০৪.০৩.১৫।
Link copied!