AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যাট করতে নেমেই বিপদে অস্ট্রেলিয়া


Ekushey Sangbad

০১:১৫ পিএম, মার্চ ৪, ২০১৫
ব্যাট করতে নেমেই বিপদে অস্ট্রেলিয়া

একুশে স্পোর্টস ডেস্কঃ বাঘের সামনে পড়েও বুক চিতিয়ে লড়াই করার মানসিকতা। যেখানে বড় দলগুলো ছোটদের পেয়েই রানের বন্যা বইয়ে দিচ্ছে, সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল আফগানিস্তান! অবাক করা হলেও এটাই সত্যি। তবে কেন অধিনায়ক মোহাম্মদ নবির ফিল্ডিংয়ের সিদ্ধান্ত, সেটা শুরুতেই প্রমান করে দিলেন পেসার দৌলত জাদরান। দ্রুত তুলে নিলেন ওপেনার অ্যারোন ফিঞ্চের উইকেট। দলীয় ১৪ রানে আউট হয়ে গেলেন মারকুটে ওপেনার অ্যারোন ফিঞ্চ। ব্যাক্তিগত ৪ রানে দৌলত জাদরানের অসাধারণ এক আউটসুইঙ্গারকে ড্রাইভ করতে গিয়ে খোঁচা দিয়ে বসেন তিনি। ব্যাটের কোনায় লেগে বল উঠে গেল প্রথম স্লিপে। আর যায় কোথায় ওঁত পেতে থাকা নওরোজ মোগল তালুবন্দী করে নিলেন ক্যাচটি। এ রিপোর্ট লেখার সময় অস্ট্রেলিয়ার রান ৬.২ ওভারে ২৪। ক্রিজে আছেন ওয়ার্নার ১৬ রানে এবং স্টিভেন স্মিথ ১ রানে। ম্যাচ শুরুর আগেই অবশ্য চমক দেখায় অস্ট্রেলিয়া। অফ ফর্মে থাকা শেন ওয়াটসনকে অবশেষে অনেক সমালোচনার পর অবশেষে বাদ দেওয়া হয়। ওয়াটসন ছাড়াও ইনজুরির কারণে একাদশ থেকে বাদ পড়লেন প্যাট কামিন্স। শেন ওয়াটসন আর প্যাট কামিন্সের পরিবর্তে দলে নেওয়া হয়েছে সদ্য ইনজুরি থেকে সেরে উঠা অলরাউন্ডার জেমস ফকনার ও পেসার জস হ্যাজলউডকে। আফগানিস্তানের দলে একটি পরিবর্তন এসেছে। গুলবাদিন নায়েবের পরিবর্তে একাদশে ফিরেছেন উসমান গনি। অস্ট্রেলিয়া একাদশ : ওয়ার্নার, ফিঞ্চ, স্মিথ, ক্লার্ক, ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, হ্যাডিন, ফকনার, জনসন, স্টার্ক, হ্যাজলউড। আফগানিস্তান একাদশ: জাভেদ আহমাদি, উসমান গনি, নওরোজ মোগল, আসগর স্টানিকজাই, সামিউল্লাহ সেনওয়ারি, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জারান, আফসার জাজাই, দৌলত জাদরান, হামিদ হাসান, শাপুর জাদরান।
Link copied!