AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কৃষি উদ্যোক্তা তৈরি করতে পিকেএসএফ'র নতুন প্রকল্প


Ekushey Sangbad

০৩:২০ পিএম, মার্চ ৪, ২০১৫
কৃষি উদ্যোক্তা তৈরি করতে পিকেএসএফ'র নতুন প্রকল্প

একুশে সংবাদ : কৃষিকে বাণিজ্যিকীকরণ ও এ খাতে উদ্যোক্তা তৈরির জন্য উদ্যোগ নিয়েছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এ লক্ষে প্রমোটিং এগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশন এন্ড ইন্টারপ্রাইজেস (পিএসিই) নামের একটি নতুন প্রকল্প চালু করেছে। প্রকল্পের উদ্বোধন উপলক্ষে বুধবার এক কর্মশালার আয়োজন করা হয়। রাজধানীর আগারগাঁও পিকেএসএফ অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতি মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন। পিকেএসএফ এর ড. কাজী খলীকুজ্জমান আহমেদের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘৭১ সালে আমরা রক্ত দিয়ে বিজয় লাভ করেছি। কিন্তু এখন যে রাজনৈতিক দুর্যোগ চলছে তার একটি সুদূরপ্রসারী উদ্দেশ্য রয়েছে। এই দুর্যোগ ৭১ এর চেয়েও বেশী। কাজেই সবাই মিলে একে দমন করতে হবে।’ ইআরডির সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেন, ‘পিকেএসএফের প্রতি আত্মবিশ্বাস থেকেই ইফাদ সহায়তা দিচ্ছে। শুধুমাত্র ক্ষুদ্র ঋণ দারিদ্র্য বিমোচনে কতটুকু ভূমিকা রাখছে তা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এ জন্যই প্রযুক্তি, প্রশিক্ষণ ও ভ্যালুচেইন উন্নয়নের ব্যবস্থা রাখা হয়েছে এ প্রকল্পে।’ একুশে সংবাদ ডটকম/আর/০৪-০৩-০১৫:
Link copied!