AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জয়টাই গুরুত্বপুর্ন


Ekushey Sangbad

০৬:৫২ পিএম, মার্চ ৪, ২০১৫
জয়টাই গুরুত্বপুর্ন

একুশে স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচে ৩ পয়েন্ট। সামনে প্রতিপক্ষ স্কটল্যান্ড, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ভাগ্যটা এখন আটকে আছে ‘তিন ল্যান্ডে’। আগামীকাল (বৃহস্পতিবার) ভোরে ‘প্রথম ল্যান্ড’ হিসেবে বাংলাদেশের সামনে স্কটল্যান্ড। এ ম্যাচ জিতলে বাংলাদেশের সামনের পথটা আরও উজ্জ্বল হবে। হারলেও সব শেষ হয়ে যাবে না। তবে মাশরাফিদের পুরো দৃষ্টি এখন স্কটল্যান্ডে। আইসিসির সহযোগি সদস্য এ দেশটিকে হারাতে পারলে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে পারবে পরের দুই ম্যাচে। তাই স্কটিশদের বিপক্ষে জয়টাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক মাশরাফি। আজ (বুধবার) বাংলাদেশ অধিনায়ক নেলসনে সংবাদ সম্মেলনে জয়ের আত্মবিশ্বাসের কথাই বলেছেন। বাংলাদেশ এ পর্যন্ত তিনবার স্কটল্যান্ডের বিপক্ষে খেলে তিনবারই জিতেছে। বিশ্বকাপে দেখা হয়েছিল ১৯৯৯ সালে বাংলাদেশর অভিষেক আসরে। মঙ্গলবার বাংলাদেশ দলের অলরাউন্ডার সাবিক আল হাসান বলেছিলেন, ম্যাচ জিততে পেশাদার দায়িত্ব নিতে হবে। মাশরাফিও কি তাই মনে করেন? এমন এক প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘সবার প্রত্যাশা থাকে এমন উইকেটে পেসাররা ভাল বল করবেন। এটা ঠিক পেস বোলারদের কাজটা একটু বেশি থাকে। আমি মনে করি উইকেট কোন ব্যাপার না। কারা স্পিন ভালো খেলে এবং কারা পেস ভালো খেলে তার ওপর অনেকটা নির্ভর করে। আমাদের যে স্পিনার আছেন তার মধ্যে সাকিব বিশ্বমানের। বাকিরাও যে কোন উইকেটেই ভালো খেলতে পারবে। পেস বোলারদের একটা দিন খারাপ গেছে। আমার মনে হয় ওরা এই উইকেটে আরও ভালো বোধ করবে এবং ভালো বল করবে।’ জয় টার্গেট এবং সেটাই স্বাভাবিক। কিন্তু তার চেয়েও কি বেশি কিছু প্রত্যাশা নিয়ে মাঠে নামবেন? ‘জয়ের বেশি কিছু তো আর নেই। জয় পেলেই আত্মবিশ্বাস বাড়বে। আর নির্দিষ্ট কিছু খেলোয়াড় তো থাকেই। সবাই সবার জায়গাটা চিন্তা করে যে, আমার আত্মবিশ্বাসটা বাড়ানো যায় কিনা। আমি সবার আগে ফোকাস করব অবশ্যই জয়টা। বেশি গুরুত্বপূর্ণ মনে হয় জয়টা। তার পর খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে অবশ্যই চিন্তা করবে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে। সেটা পরের ব্যাপর। কিন্তু আমার কাছে মনে হয় জয়টাই বড় ব্যাপার।এই মাঠ বা ওই মাঠ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না মাশারাফি ‘ক্রিকেটে এরকম অনেক ঘটনা ঘটেছে। আমাদের সাথেই ঘটেছে। অবশ্যই আমরা যতটা ফোকাস দিয়েছিলাম শ্রীলঙ্কার ম্যাচে, ততটাই ফোকাস থাকবে স্কটল্যান্ডের বিপক্ষে। আমরা শ্রীলঙ্কার সাথে পারিনি। খেলায় হারজিত আছে। আমাদের সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। স্কটল্যান্ড ভালো খেলতে পারে এবং খেলছেও। আমাদের সেরটাই খেলতে হবে।’ কোয়ার্টার ফাইনালে ওঠার সমীকরণ নিয়ে মাশরাফি বলেছেন,‘স্কটল্যান্ডের সঙ্গে যদি আমরা জিতি তাহলে দুটো সুযোগ পাচ্ছি। নিউজিল্যান্ড ম্যাচ পর্যন্ত সুযোগ থাকছে, ইংল্যান্ডের কাছে হারলেও। হারলে আমাদের একটা সুযোগ থাকবে। জিতলে দুটো। এটা পরের হিসাব। আমরা দুটো পথই খোলা রাখার চেষ্টা করবো। জেতার জন্য যতটুকু করা সম্ভব, তাই করবো। জিতলে সবার আত্মবিশ্বাসই বাড়বে। কারণ জয়ের বিকল্প তো কোন কিছু নাই। কনফিডেন্স জয় দিয়েই আসে।’ এ ম্যাচাটির দিকে সবাই তাকিয়ে তা অনুধাবন করছেন বাংলাদেশ অধিনায়কও ‘আমাদের দেশে যারা ক্রিকেট ফ্যান আছে তারা কিন্তু ক্রিকেটটাকে অনেক বেশি কাছে নিয়ে এসেছে। তারা না থাকলে খেলায় উৎসাহ আসেই না। দেখবেন, অস্ট্রেলিয়া চারবার চ্যাম্পিয়ন হয়েছে, তারপরও ওদের দেশে অন্যান্য খেলায় সাপোর্টার হয়। আমাদের দেশে আমরা কিছুই করতে পারিনি তারপরও দুই তিনটা ম্যাচ হারার পরও মানুষ মাঠে এসে সমর্থন করে। আমরা একটা সময়ে হয়তো ভালো খেলতে শুরু করেছিলাম। ১৯৯৭ সালে ভালো কিছু পেলাম। ১৯৯৯ সালেও ভালো করলাম। ২০০০ সাল থেকে টেস্ট ম্যাচ শুরু করলাম। তখন থেকে মানুষ খেলাটাকে বেশি ফলো শুরু করল। ক্রিকেটাররা এত ফোকাস হতো না যদি মানুষ এত বেশি ফলো না করতো। আমাদের মিডিয়াও কাভারেজ দিয়ে ক্রিকেটকে মানুষের কাছে পৌছে দিয়েছে। আমার কাছে মনে হয় এগুলো সবই উৎসাহ। কারণ এগুলো ছাড়া আমরা হয়তো খেলে এত আনন্দ পেতাম না। সব কিছু মিলেই আসলে ইমোশনটা এক জায়গায় থাকছে।’ সেক্সটন ওভালের শেষ তিনটি ম্যাচের ফল ৪ উইকেটে জয়। সেক্ষেত্রে টস উইকেট এগুলো নিয়ে কি ভাবনা আপনার?এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন,‘টস কতটা ব্যাপার হবে জানি না। আজকে যতটা দেখেছি কালকে কেমন থাকবে বুঝতে পারছি না। তবে টস ফ্যাক্টর হতে পারে। তবে ওটা চিন্তা করেই শুধু ব্যালেন্স করা ঠিক না। আসলে সমীকরণ আগে কি হয়েছে, ওটা দেখে আমরাও করতে পারি। কিন্তু আমার বিশ্বাস, আগের ম্যাচটা কিভাবে হয়েছে বা ১০টা ম্যাচ কিভাবে হয়েছে, ওরকম কিছুই না হতে পারে। আমার মনে হয়, আশপাশের বাড়তি এত জিনিস চিন্তা না করে, ম্যাচটাকে নিয়েই ভালো পরিকল্পনা করা উচিৎ ‘ উইকেট দেখার সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়ে থাকলে পেস বোলার বাড়ানো বা স্পিনার বাড়ছে কিনা? ‘উইকেট আপনারাও দেখছেন। উইকেট বোঝা খুব কঠিন। এখানে ম্যাচ খেলিনি। সেরা ব্যালেন্সটাই করা হবে। সর্বপরি আমি বিশ্বাস করি আমাদের যে স্কোয়াড যে কোন জায়গাতেই খেলতে পারে। আমাদের ১৫ জনই সেরা ক্রিকেটার। যেই সুযোগ পান, সবাই সবার সামর্থ্য অনুযায়ী পারফরম করতে পারলে সমস্যা হবে না ‘ শেন জার্গেনসেন বলেছেন, স্কটল্যান্ড দলের বেশ কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছে, ম্যাচটা সহজ হবে না। এ প্রসঙ্গে মাশরাফি বলেন,‘ তিনি যা বলেছেন তা পেশাদারিত্ব থেকেই বলেছেন। এটাই স্বাভাবিক। খেলাটা যে সহজ হবে না সেটা আমরাও বুঝি। তারা চেষ্টা করবে সেরাটা খেলতে। আমরাও চেষ্টা করব আমাদের সেরাটা খেলতে।’
Link copied!