AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সূর্যের আলোতেই পরিষ্কার হবে ময়লা জামাকাপড়!


Ekushey Sangbad

০৮:২৮ পিএম, মার্চ ৪, ২০১৫
সূর্যের আলোতেই পরিষ্কার হবে ময়লা জামাকাপড়!

একুশে সংবাদ : কাপড়-চোপড় পরিষ্কারের ব্যাপারে আমাদের ঝামেলার যেন শেষ নেই। চিন্তা থাকে, এতগুলো কাপড় কীভাবে এবং কখন পরিষ্কার করব। কিন্তু যদি এমন হয়, শুধু রোদের নিচে অথবা বারান্দার তারে ঝুলিয়ে রাখলেই জিন্স, সোয়েটার কিংবা মোজাগুলো নিজে নিজে পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত হয়ে যাবে! ভাবছেন, ব্যাপারটা অদ্ভুত এবং অস্বাভাবিক!   এই অদ্ভুত ব্যাপারটিই এখন সম্ভব হয়েছে। চিনের একদল বিজ্ঞানী একটি নতুন ধরনের সুতির কাপড় তৈরি করেছেন, যাকে সূর্যালোকে রাখলে নিজেই যে কোনো ব্যাকটেরিয়া এবং দাগ পরিষ্কার করতে সক্ষম।   মিঙ্গস লং এবং ডেয়ং উ নামের দুই বিজ্ঞানী দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, তাদের তৈরি নতুন এই ‘ফেব্রিক’-এ ব্যবহার করা হয়েছে টাইটেনিয়াম ডাই-অক্সাইডের ‘কোটিং’। টাইটেনিয়াম ডাই-অক্সাইড সাধারণত শ্বেতসার থেকে সানস্ক্রিন লোশন তৈরিতে ব্যবহার করা হয়। এই টাইটেনিয়াম ডাই-অক্সাইড যখন আলোর সংস্পর্শে আসে, তখন ময়লাগুলোকে ভেঙে ফেলে এবং জীবাণু মেরে ফেলে। এরই মধ্যে এ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে সেলফ-ক্লিনিং জানালা, রান্নাঘর এবং বাথরুমের টাইলস, গন্ধহীন মোজা এবং আরও অনেক পণ্য।   এর আগেও সেলফ-ক্লিনিং সুতির কাপড় প্রস্তুত করা হয়েছিল। কিন্তু সেগুলো শুধু আল্ট্রাভায়োলেট রে (অতিবেগুনি রশ্মি)-এর মাধ্যমে নিজেদের পরিষ্কার রাখতে পারত। তখনই বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন যে, তারা এমন একটি কাপড় তৈরি করবেন, যা সাধারণ সূর্যালোকের মাধ্যমে নিজেকে পরিষ্কার রাখতে পারবে।   বিজ্ঞানীদের এ গবেষণাটি ‘এসিএস অ্যাপ্লায়েড ম্যাটেরিয়ালস অ্যান্ড ইন্টারফেসেস’-এ প্রকাশিত হয়েছে। এখানে তারা বর্ণনা করেছেন, টাইটেনিয়াম ডাই-অক্সাইড এবং নাইট্রোজেনের মাধ্যমে তৈরি করা ‘ন্যানো-পার্টিকেল’ দিয়ে কীভাবে ফেব্রিকটির ওপর একটি ‘কোট’ বা আস্তরণ তৈরি করেছেন। এরপর তারা বিশেষ কোটিং-সমৃদ্ধ একটি কাপড়ের ওপর কমলা রঙ ফেলেন। তারপর সেটাকে সূর্যালোকে নিয়ে যাওয়ার পর দেখা যায়, কীভাবে সেই কাপড় নিজে নিজেই পরিষ্কার হয়ে যাচ্ছে। ওয়াশিং এবং ডাইংয়ের পরও এই কোটিংয়ের কোনো ক্ষতি হয় না।
Link copied!