AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সর্বকালের সেরা দশে ঢুকে পড়লেন মেসি


Ekushey Sangbad

০৯:৩০ পিএম, মার্চ ৪, ২০১৫
সর্বকালের সেরা দশে ঢুকে পড়লেন মেসি

একুশে সংবাদ : বেশ সাদামাটাই ছিল মেসি ও রোনালদো গোলটা । গোলের উদযাপনটাও ছিল তেমনি সাদামাটা। তবে শনিবার গ্রানাডার বিপক্ষে ৭০তম মিনিটে করা এই গোলটিই  মেসিকে নিয়ে চলে এসেছে ইউরোপের সর্বকালের সবচেয়ে বেশি গোলদাতার তালিকায়! ৬৯ গোল নিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় নাম লেখালেন। ক্যারিয়ারের শুরু থেকেই  মেসি মোহনীয় ফুটবল ক্যারিশমা, দুর্দমনীয় আত্মবিশ্বাস আর অবলীলায় একের পর এক গোল করে যাওয়ার ক্ষমতায় মুগ্ধ করেছেন সারা বিশ্বকে। সর্বকালের সেরা ফুটবলারদের সঙ্গে উচ্চারিত হয় তাঁর নাম। একজন ফুটবলার হিসেবে প্রায় সব অর্জনই পকেটস্থ করেছেন। এখন ইউরোপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ১০ নম্বর তিনি। তালিকায় সবার ওপরে ইংলিশ কিংবদন্তি জিমি গ্রিভস। ২৫ বছরের ক্যারিয়ারে তিনি গোল করেছিলেন ৩৬৬টি। বর্তমান খেলোয়াড়দের মধ্যে আর একজনই আছেন সেরা দশে। রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আছেন ৬ নাম্বারে। একমাত্র পর্তুগিজ হিসেবে এই তালিকায় স্থান পেয়েছেন তিনি। রোনালদো খেলেছেন তিনটি ইউরোপিয়ান লিগে। এর মধ্যে পর্তুগিজ লিগটাকে সেরা পাঁচে ধরা হয় না বলে স্পোর্টিংয়ের হয়ে করা গোল গণনায় ধরা হয়নি। ম্যানচেস্টার ইউনাইটেড আর রিয়ালের হয়ে লিগে রোনালদোর গোল ২৯১টি। সেরাদের সেরা হওয়ার লড়াইটা এখন বেশ ভালোই জমছে রোনালদো-মেসির মাঝে। চলতি মৌসুম এবং গত চারটি মৌসুমের হিসাব কষলেও তারই প্রমাণ মিলছে। ২০১০-১১ মৌসুম থেকে এ মৌসুমের সর্বশেষ ম্যাচ পর্যন্ত মেসি গোল পেয়েছেন ১৮২টি, রোনালদোর প্রাপ্তি সেখানে ১৮১টি।  বিশেষ রকমের কোনো অঘটন না ঘটলে ধরে নেওয়া যায়, সদ্যই তিরিশের চৌকাঠ পেরোনো রোনালদোর চেয়ে অন্তত দু-তিনটি মৌসুম বেশি খেলার সুযোগ পাবেন ২৮-এর দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা মেসি। এখন দেখার বিষয়, কে হন সেই সৌভাগ্যবান—মেসি, নাকি রোনালদো। তথ্যসূত্র: মেইল অনলাইন। সর্বকালের সেরা দশ ১. জিমি গ্রিভস (ইংল্যান্ড) ৩৬৬ ২. জার্ড মুলার (জার্মানি) ৩৬৫ ৩. স্টিভ ব্লুমার (ইংল্যান্ড) ৩১৭ ৪. ডিক্সি ডিন (ইংল্যান্ড) ৩১০ ৫. ডেলিও ওনিস (আর্জেন্টিনা/ইতালি) ২৯৯ ৬. ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল) ২৯১ ৭. গর্ডন হজসন (ইংল্যান্ড/দ.আফ্রিকা) ২৮৭ ৮. অ্যালান শিয়েরার (ইংল্যান্ড) ২৮৩ ৯. সিলভিও পিওলা (ইতালি) ২৭৪ ১০. লিওনেল মেসি (আর্জেন্টিনা) ২৮৯ একুশে সংবাদ ডটকম/সেলিনা/০৪-০৩-২০১৫
Link copied!