AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের জয়ে উচ্ছ্বসিত দুবাই প্রবাসীরা


Ekushey Sangbad

১০:৫৫ এএম, মার্চ ১০, ২০১৫
বাংলাদেশের জয়ে উচ্ছ্বসিত দুবাই প্রবাসীরা

একুশে সংবাদ : বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উর্ত্তীণ হওয়ায় উচ্ছ্বসিত দুবাই প্রবাসীরা। দুবাই বাংলাদেশ কনস্যুলেট ও দুবাই-উত্তর আমিরাত কমিউনিটি যৌথভাবে এ বিজয় উদযাপন করতে আয়োজন করে প্রীতিভোজ ও আনন্দ উৎসব। কনস্যুলেটের আমন্ত্রণে বিজয় উদযাপন করতে সাড়া দেন দুবাই ও উত্তর আমিরাতের প্রবাসীরা। ভিন্ন ভিন্নভাবে তারা জানায় বাংলাদেশ দলকে অভিনন্দন। সোমবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টা থেকে 'বাংলাদেশ', 'বাংলাদেশ' ধ্বনি প্রতিধ্বনিতে শুরু হয় বিজয় উৎসব। এক পর্যায়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ব্যানারে দাঁড়িয়ে উপস্থিত সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন দুবাই কন্স্যুলেটের কনসাল জেনারেল মাসুদুর রহমান। তিনি বলেন, 'এ বিজয় আমাদের ঐক্যবদ্ধ করার সুযোগ করে দিয়েছে। এ খেলা দিয়েছে আমাদের আনন্দ, আশা করছি বাংলাদেশ দল ফাইনাল খেলবে।' বক্তব্যের একটু পর দলমত ভুলে একই ব্যানারে ছবি তুলতে পোজ দেন উপস্থিত কমিউনিটির নেতারা। উল্লাসিত প্রবাসীদের বিভিন্ন পোজ ক্যামেরায় ধারণ করতে যখন ব্যস্ত প্রবাসী সাংবাদিক ও আমিরাতে ভিত্তিক শীর্ষস্থানীয় কিছু পত্রিকার সাংবাদিকরা তখন হঠাৎ শোনা যায় পাল্টাপাল্টি শ্লোগান ' জয় বাংলা, জয় বঙ্গবন্ধু', ও 'জিয়ার সৈনিক এক হও'। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ব্যানারে এসেও এসময় বিভক্ত হয়ে যায় আওয়ামী লীগ ও বিএনপি। আক্রমনাক্তক কটুবাক্য আর শ্লোগানে শ্লোগানে ভরে যাওয়া কন্স্যুলেট প্রাঙ্গণ। একসময় বেঁধে যায় দু পক্ষের সংর্ঘষ, হাতাহাতি শেষে মারামারি। রাজনৈতিক মোড় নেয়ায় আনন্দ উৎসব ও প্রীতিভোজে যখন বিষাদময় তখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি উপস্থিত হলে অনুষ্ঠান বয়কোট করে চলে যায় বিএনপির শ্লোগানধারী নেতাকর্মীরা। তাৎক্ষণিক এমপির উপস্থিতে কনসাল জেনারেলের অফিস কক্ষে অনুষ্ঠিত হয় জরুরী বৈঠক। বৈঠকে ইউএই যুবলীগের সাধারণ সম্পাদক এসএম নিজামের পরিচালনায় বক্তব্য রাখেন সাংসদ জাহিদ আহসান রাসেল, কনসাল জেলারেল মাসুদুর রহমান, কাজী মোহাম্মদ আলী। কন্স্যুলেটের প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমানসহ উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ ও বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা। বিশৃঙ্খলা প্রসঙ্গ টেনে কনসাল জেনারেল বলেন, ' আগামীতে বিভিন্ন জাতীয় দিবস ও অনুষ্ঠান আসছে। আজ আমরা এদের রুখতে পারিনি, তবে ভবিষ্যতে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করবো।' একুশে সংবাদ ডটকম/আর/১০-০৩-০১৫:
Link copied!