AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতীয় পত্রিকায় অর্ধেক পাতায় বাংলাদেশের ভালো সংবাদ


Ekushey Sangbad

০৫:৫০ পিএম, মার্চ ১৭, ২০১৫
ভারতীয় পত্রিকায় অর্ধেক পাতায় বাংলাদেশের ভালো সংবাদ

একুশে সংবাদ : ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের ভালো সংবাদ দেখে, বিশিষ্ট সাংবাদিক ‘সাপ্তাহিক’র সম্পাদক এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক গোলাম মোর্তোজা আজ তার ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানান, সাধারণত বাংলাদেশের কোনো ভালো সংবাদ ছাপার ব্যাপারে ভারতের গণমাধ্যমের ব্যাপক কৃপণতা। কিন্তু আজকের ভারতের জনপ্রিয় পত্রিকার পেছনের পাতায় অর্ধেক পাতা জুড়ে বাংলাদেশের সংবাদ দেখে মন ভালো হয়ে গেছে। ট্রেনে আমার সাধারণত ঘুম হয়না, আজ হয়েছে। ফুরফুরে মেজাজে দু’টি পত্রিকা কিনলাম ‘আনন্দবাজার’ আর ‘উত্তরবঙ্গ সংবাদ’। পত্রিকা দুটি দেখে মন আরও ভালো হয়ে গেল। বহু বছর ধরে ভারতের গণমাধ্যমের ওপর নজর রাখি। বাংলাদেশের কোনো ভালো সংবাদ ছাপার ব্যাপারে তাদের ব্যাপক কৃপণতা। আজকের আনন্দবাজার পেছনের পাতায় একেবারে উপর থেকে অর্ধেক পাতা জুড়ে আমিনুল ইসলাম বুলবুল এবং হাবিবুল বাশার সুমনের দু ‘টি সাক্ষাৎকার ছেপেছে! বাংলাদেশের ক্রিকেটের এমন গুরুত্ব জীবনে কোনোদিন দেখিনি, ভারতীয় গণমাধ্যমের কাছে!! শুধু তাই নয়, এই দু ‘টি সাক্ষাৎকারের মাঝে মাশরাফির ছবি। নিচে রুবেলও আছে, তবে সঙ্গে হ্যাপি সংবাদ!!! রমিজ রাজা, সিধুকে নিয়ে বাংলাদেশের মানুষের ক্ষিপ্ততা, 2007 ‘র পূণরাবৃত্তি হবে কিনা, ভারত জিততে পারবে কিনা …প্রভৃতি বিষয় গুরুত্ব দিয়েছে আনন্দবাজার। টানা দুই সেঞ্চুরি করায় মাহমুদুল্লাকে অভিনন্দন জানালেন ধোনি, প্রথম পাতায় শিরোনাম করেছে উত্তরবঙ্গ সংবাদ। ভারতের পত্রিকা এমন সংবাদ ছাপছে বলে মোটেই আহ্লাদিত নই। গর্বিত যে তারা উন্নাসিক মানসিকতা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। ভারতের সঙ্গে খেলার ফলাফল যাই হোক , এখন পর্যন্ত যা করেছে, অনেক অনেক অভিনন্দন ক্রিকেট এবং ক্রিকেটারদের। একুশে সংবাদ ডটকম/আর/১৭-০৩-০১৫:
Link copied!