AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কলকাতায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত


Ekushey Sangbad

১২:০৬ পিএম, মার্চ ১৮, ২০১৫
কলকাতায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

একুশে সংবাদ : কলকাতায় যথাযথ মর্যাদায় পালিত হল বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী। মঙ্গলবার এ উপলক্ষ্যে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে দিনভর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন মূল অনুষ্ঠানটি হয় কলকাতার স্মিথ লেন-এ অবস্থিত বেকার গভর্ণমেন্ট হোস্টেল-এ। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনার জকি আহাদ, প্রেস সচিব মোফাকখারুল ইকবাল, পশ্চিমবঙ্গের সিপিআইএম-এর সাবেক সম্পাদক বিমান বসু, সিপিআইএম নেতা রবীন দেব। বাংলাদেশ বিমান এবং সোনালী ব্যঙ্কের তরফেও মাল্যদান করা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। এসময় সেখানে উপস্থিত ছিলেন দূতাবাসের অন্যান্য কর্মকর্তারাও। ছাত্রাবস্থায় বেকাল হোস্টেলের যে ঘর দুটিতে বঙ্গবন্ধু থাকতেন সেই ২৩ ও ২৪ নম্বর ঘর দুইটিও উপ-হাইকমিশনার ঘুরে দেখেন। এসময় তিনি সাংবাদিকেদের সামনে মুখোমুখি হয়ে তিনি বলেন বঙ্গবন্ধু বাংলাদেশকে উন্নত অবস্থায় নিয়ে গেছেন। বাংলাদেশকে সোনার বাংলা রূপে তোলার যে স্বপ্ন বঙ্গবন্ধুর ছিল সেই স্বপ্নকে স্বার্থক করতে আমরা উদ্যোগী হব। বঙ্গবন্ধুকে এই উপমহাদেশের এক বিদ্রোহের প্রতীক হিসেবে বর্ণনা করে বিমান বসু বলেন, তিনি কখনও কোন অন্যায়কে প্রশ্রয় দেননি। শেখ মুজিব সারাবিশ্বে প্রতিবাদী কণ্ঠকে সোচ্চার করেছিলেন। যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশকে রাষ্ট্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তা এক ইতিহাস। বিকেলে উপ-হাইকমিশন চত্বরে বঙ্গবন্ধুর উপর একটি আলোকচিত্র প্রদর্শনী ও শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এরপর সন্ধ্যাবেলায় মিশন প্রাঙ্গণেই থাকছে বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান সবশেষে পুরস্কার বিতরণী। একুশে সংবাদ ডটকম/আর/১৮-০৩-০১৫:
Link copied!