AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পান চাষ করে স্বাবলম্বী অনিল


Ekushey Sangbad

০৪:২৬ পিএম, মার্চ ২০, ২০১৫
পান চাষ করে স্বাবলম্বী অনিল

একুশে সংবাদ : জেলার ডুমুরিয়া উপজেলার বিল ডাকাতিয়ায় এখন পানের চাষ হচ্ছে। আর পানের চাষ করে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে এনেছেন বিলডাকাতিয়া পাড়ের বাসিন্দা অনিল মহালদার (৬০)। মাত্র ১৩ শতাংশ জমিতে পানের আবাদ করে প্রথম বছরে বিক্রি করেছেন লক্ষাধিক টাকা। এই পানের বরজে (বাগান) আগামী ১০ বছর একাধারে পান উৎপাদন হবে। তবে চাষাবাদে অনিল মহালদারের প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞান নেই। উপজেলা কৃষি অফিস থেকেও কোনো রকম সহযোগিতা পান না বলে জানান তিনি। নিজ অভিজ্ঞতায় তিনি পান চাষ করেছেন। পান চাষে স্বাবলম্বী কৃষক রূপরামপুর গ্রামের মৃত পাচু মহালদারের ছেলে অনিল মহলদার (৬০)। হত দরিদ্র এই কৃষক অনিল জানান, ২০১৩ সালে চাষাবাদের জন্য বিল ডাকাতিয়ার হরিতলা এলাকায় ৭৫ শতক জমি বর্গা নেন। তার মধ্য থেকে ১৩ শতক জমিতে পানের বরজ বাগান গড়ে তোলেন। এই পানের বরজটিতে ফলন উপযোগী হিসেবে গড়ে তুলতে ব্যক্তি শ্রমসহ খরচ হয় ৫০ হাজার টাকা। এক বছর পর ২০১৪ সালে পান বিক্রি শুরু করেছেন। এ পর্যন্ত ১ লাখ ১০ হাজার টাকা বিক্রয় করেছেন। তিনি আরও জানান, পান বরজ (বাগান) থেকে এক নাগাড়ে খুব ভালোভাবে ১০ বছর পান সংগ্রহ করতে পারবেন। কৃষি অফিস থেকে পানচাষে কোনো সহযোহিতা পান না বলে উল্লেখ করে বলেন, ‘পান গাছে রোগ দেখা দিলে দোকানীর কাছে বলে কীটনাশক নিয়ে আসি। তাই পান গাছে ছিটিয়ে দেই।’ এলাকাবাসী জানান, পান চাষের সব পানই নিজ হাতে সংগ্রহ করে এলাকার বিভিন্ন বাজারে বিক্রি করে থাকেন। তার পানের সুনাম এলাকার মানুষের মুখে মুখে অনিল দাদার পান। হত দরিদ্র সংগ্রামী অনিল এখন ডুমুরিয়া উপজেলার সফল পান চাষী। যার নেই কোনো প্রতিষ্ঠানিক শিক্ষা কিন্তু তার অদম্যতায় নিজে স্বশিক্ষিত। তিনি আজ ইংরেজি বাংলা ডিকসনারি পর্যন্ত পড়তে পারেন। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক। বড় মেয়ে এসএসসি পাস করার পর তাকে বিয়ে দিয়েছেন। ছেলে ও ছোট মেয়ে দৌলতপুরের সরকারি বিএল কলেজে পড়ালেখা করছেন। এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, ডুমুরিয়া উপজেলায় ১৯টি স্থানে পানের বরজ (বাগান) রয়েছে। তার মধ্যে রূপরামপুর গ্রামের অনিল মহালদার নিজেকে সফল পান চাষী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। কোনো কৃষক কৃষি বিষয়ে কোনো পরামর্শ নিতে আসলে তাকে অবশ্যই পরামর্শ দেয়া হয়। তাছাড়া উপজেলায় এলাকাভেদে প্রতিটি অঞ্চলে একজন করে উপ-সহকারী কৃষি অফিসার দায়িত্বপালন করছেন। খুলনা জেলার ডুমরিয়া উপজেলার ডুমরিয়া, ফুলতলা, যশোর জেলার অভয়নগর দক্ষিণ দিকের কিছু অংশ বিল ডাকাতিয়ার, জমির পরিমাণ ১৪ হাজার হেক্টর প্রায়। ১৯৮৮ সালে কাল বৈশাখী ঝড়ে প্রবল বন্যায় অনাবাদী হয়ে প্রায় ১১/১২ বছর শাপলা তুলে ও মাছ ধরে ডাকাতিয়া বিলের চারপাশের মানুষ জীবিকা নির্বাহ করতো। বর্তমানে কিছু কিছু অংশে সারা বছরই এখন চাষ হচ্ছে মাছ শাক সবজিসহ বিভিন্ন কৃষিজ পণ্য। একুশে সংবাদ ডটকম/আর/২০-০৩-০১৫:
Link copied!