AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পানির নিচে চলছে গাড়ি!


Ekushey Sangbad

০৪:৩৪ পিএম, মার্চ ২০, ২০১৫
পানির নিচে চলছে গাড়ি!

একুশে সংবাদ : পানির নিচ দিয়ে কি গাড়ি চলতে পারে? এমন প্রশ্ন করলে তোমার উত্তরটা নিশ্চয়ই ‘না’ হবে। কিন্তু তোমার উত্তরটা ভুল। পানির নিচ দিয়ে আসলেই গাড়ি চলতে পারে! Kids_bg_283690471 অবাক হচ্ছো? বিশ্বের বিভিন্ন দেশে পানির নিচে তৈরি করা হয়েছে টানেল, যেসব টানেল দিয়ে বহাল তবিয়তে গাড়ি-ট্রেন সবই চলছে। এসব টানেলকে বলা হয় আন্ডারওয়াটার টানেল। আন্ডারওয়াটার টানেল কিন্তু কোনো নতুন ধারণা নয়। অনেক আগেই মানুষ পানির নিচ দিয়ে যাতায়াতের এই সহজ বুদ্ধিটা বের করেছিল। বিশ্বের প্রথম আন্ডারওয়াটার টানেলটি তৈরি হয়েছিল লন্ডনের টেমস নদীর নিচ দিয়ে। ১৮২৫ থেকে ১৮৪৩ সালের মধ্যে এই টানেলটি নির্মাণ করা হয়। এটি ১৩০০ ফিট লম্বা, ৩৫ ফিট চওড়া এবং এর উচ্চতা ২০ ফিট। এটি ওয়াপিং ও রদারহিড শহর দু’টির মধ্যে যোগাযোগ স্থাপন করেছে। সেই সময়ে নতুন আবিষ্কৃত টানেলিং শিল্ড প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছিল টেমস টানেল। এটি মূলত ঘোড়ার গাড়ি চলার জন্য তৈরি করা হলেও এখন এই টানেলটি রেলপথ হিসেবে কার্যকর ভূমিকা রাখছে। শুধু টেমস টানেল নয়, বিভিন্ন দেশে এমন আরো অনেক আন্ডারওয়াটার টানেল রয়েছে। এগুলোর মধ্যে সিডনি হার্বার টানেল, ভার্ডো টানেল, সেভার্ন টানেল, নর্থ কেইপ টানেল উল্লেখযোগ্য। নান্দনিক ও আধুনিক স্থাপত্যশিল্প এসব টানেলকে পর্যটকদের কাছেও আকর্ষণীয় করে তুলেছে। একুশে সংবাদ ডটকম/আর/২০-০৩-০১৫:
Link copied!