AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাতের তালু ঘামে খুব? জেনে নিন প্রতিরোধের উপায়


Ekushey Sangbad

০৪:১৪ পিএম, মার্চ ২২, ২০১৫
হাতের তালু ঘামে খুব? জেনে নিন প্রতিরোধের উপায়

একুশে সংবাদ : হাতের তালু একটু আধটু ঘামতেই পারে। কিন্তু অতিরিক্ত তালু ঘামা যে কারো জন্যই অত্যন্ত বিব্রতকর একটি সমস্যা। হাতের তালু ঘামলে যে কেবল কাজকর্মে সমস্যা হয়, সেটাই নয়। অন্যের সামনেও বিব্রতকর অবস্থায় পড়তে হয় অকারণেই? কী করবেন তালু ঘামা প্রতিরোধ করতে? আছে ঘরোয়া উপায়। জেনে নিন খুব সহজ ৪টি কৌশল।   টমেটোর রস পান করুন প্রতিদিন হাতের তালু শুরু নয়, শরীরের যে কোন অংশের অতিরিক্ত ঘাম প্রতিরোধ করতে দৈনিক পান করুন এক গ্লাস টমেটো জুস। সম পরিমাণ কাঁচা টমেটোর সালাদও খেতে পারেন। টমেটো কেবল ত্বক পরিষ্কার ও সুন্দরও রাখে না, ঘাম নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা রাখে। টমেটোতে উপস্থিত পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম ঘাম নিয়ন্ত্রণে দারুণ কার্যকর।   বেকিং সোডা থেরাপি পানিতে বেকিং সোডা মিশিয়ে নিন এবং এই পানিতে হাত ডুবিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। পায়ের ক্ষেত্রেও একই কাজ করতে পারেন। এই কাজটি প্রতিদিন করবেন।   ঘাম নিরোধক স্প্রে শরীরের ঘাম নিয়ন্ত্রণের জন্য অনেক ধরণের স্প্রে কিনতে পাওয়া যায় বাজারে। বাইরে যাওয়ার আগে হাতে এই স্প্রে ব্যবহার করতে পারেন। এতে ঘাম কম হবে অনেকটা।   ট্যালকম পাউডার ব্যবহার ঘাম এবং ঘামের দুর্গন্ধ প্রতিরোধ করতে একটু পর পর ট্যালকম পাউডারের ব্যবহারও বেশ কাজে দেবে। একুশে সংবাদ ডটকম/রাজু/২২-০৩-০১৫:
Link copied!