AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লিবিয়ায় "জিম্মি হেলাল" পরিবারকে ফোন করেছেন


Ekushey Sangbad

০৭:৫৬ পিএম, মার্চ ২৪, ২০১৫
লিবিয়ায়

নিজস্ব প্রতিবেদকঃ লিবিয়ার আল গানি তেলক্ষেত্র থেকে ১৮ দিন আগে অপহৃত জামালপুরের হেলাল উদ্দিন টেলিফোনে দেশে পরিবারের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন তার স্ত্রী।   চার মিনিট কথোপকথনে হেলাল তার স্ত্রী আলেয়া বেগমকে বলেছেন, অপহরণকারীরা তাকে ফোনে কথা বলার সুযোগ দিয়েছেন।তিনি খুব কস্টে আছেন। তাকে একবেলা খেতে দেওয়া হয়।   তবে কবে নাগাদ তাকে ছেড়ে দিতে পারে এ ব্যাপারে কোন কথা বলেননি, জানান হেলালের স্ত্রী।তবে তারা এখনো সুস্থ আছেন।   ইরাক ও সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের বড় একটি এলাকা নিয়ে খিলাফত কায়েমের ঘোষণা দেওয়া ইসলামিক স্টেট (আইএস) এর জঙ্গিরা গত ৯ মার্চ সিরাত শহরের দক্ষিণে আল গানি তেলক্ষেত্রে হামলা চালিয়ে ১১ জন নিরাপত্তারক্ষীকে হত্যা করে।   নিরাপত্তা বাহিনী ওই তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর নয়জন কর্মীর অপহৃত হওয়ার বিষয়টি জানা যায়। ওই নয় জনের মধ্যে জামালপুরের হেলাল ও নোয়াখালীর মোহাম্মদ আনোয়ার হোসেন নামে দুই বাংলাদেশি থাকার বিষয়ে নিশ্চিত হয় পররাষ্ট্র মন্ত্রণালয়।   মঙ্গলবার সকাল ১০টা ২৭ মিনিটে একটি বিদেশি নম্বর থেকে হেলালের ফোন আসে। প্রথমে স্ত্রীর কণ্ঠ চিনতে না পেরে বড় মেয়ে হেলেনাকে চান তিনি।   ১৮ দিন ধরে উদ্বেগ উৎকণ্ঠার পর হেলাল ফোন করেছেন বুঝতে পেরে আনন্দে কেঁদে ফেলেন হেলনা, আলেয়া বেগমসহ পরিবারের সদস্যরা।   একুশে সংবাদ ডটকম/এইচ কে এস/২৪.০৩.১৫।
Link copied!