AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২ অপহৃত বাংলাদেশীকে মুক্তি দিল আই এস


Ekushey Sangbad

০৯:৫৭ এএম, মার্চ ২৫, ২০১৫
২ অপহৃত বাংলাদেশীকে মুক্তি দিল আই এস

একুশে সংবাদ : জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট- আইএস দুই বাংলাদেশীকে মুক্তি দিয়েছে। অপহরণের ১৮ দিন পর হেলাল উদ্দিন ও মোহাম্মদ আনোয়ার হোসেনকে মুক্তি দিল আইএস জঙ্গিরা। মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আইএস জঙ্গিরা গত ৯ মার্চ লিবিয়ার সিরাত শহরের দক্ষিণে আল গানি তেলক্ষেত্রে হামলা চালিয়ে ১১ জন নিরাপত্তারক্ষীকে হত্যা করে। নিরাপত্তা বাহিনী ওই তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর নয়জন কর্মীর অপহৃত হওয়ার বিষয়টি জানা যায়। তাদের মধ্যে বাংলাদেশের দুজন ছাড়াও চেক প্রজাতন্ত্র, অস্ট্রিয়া ও ফিলিপাইনের নাগরিক ছিলেন। এর মধ্যে দুই বাংলাদেশীর মুক্তির বিষয়টি নিশ্চিত হল। বাংলাদেশি ওই দুই জনের মধ্যে আনোয়ারের বাড়ি নোয়াখালীতে এবং হেলালের জামালপুরে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হেলাল উদ্দিন ও মোহাম্মদ আনোয়ার হোসেন ভালো আছেন। উদ্ধারের পর তাদের লিবিয়ার ত্রিপলি থেকে ৭০০ কিলোমিটার দূরে সিরাত হাসপাতালে রাখা হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা চলছে। হেলাল উদ্দিন ও মোহাম্মদ আনোয়ার হোসেনের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। প্রসঙ্গত, সিরিয়া ও ইরাকে আইএস জঙ্গি দলটির হাতে নিহত হয়েছে কয়েক হাজার মানুষ। গত এক বছরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, মিশর, জর্ডান ও তুরস্কের অর্ধশতাধিক নাগরিককে জিম্মি করার পর তাদের শিরোশ্ছেদ করে ইন্টারনেটে ভিডিও প্রকাশ করেছে এই সন্ত্রাসীরা। একুশে সংবাদ ডটকম/আর/২৫-০৩-০১৫:
Link copied!