AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেয়র প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তায় হাজী সেলিম


Ekushey Sangbad

১১:২৪ এএম, মার্চ ২৫, ২০১৫
মেয়র প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তায় হাজী সেলিম

একুশে সংবাদ : সংসদ সদস্য পদ থেকে হাজী সেলিমের পদত্যাগপত্র গ্রহণ করেননি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ফলে ডিসিসি নির্বাচনে তার প্রার্থিতা নিয়ে ‘অনিশ্চয়তা’ দেখা দিয়েছে। হাজী সেলিমের একান্ত সহকারী মহিউদ্দিন মোহাম্মদ বেলাল এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার সকাল ১০টার দিকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে গেলে হাজী সেলিমকে সেটি ফিরিয়ে দিয়ে বলেছেন, ‘এই সংসদে আপনি অন্যতম বিরোধীদলীয় সদস্য। আপনি চলে গেলে সংসদ জমবে কীভাবে।’ এর আগে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে অনির্ধারিত আলোচনায় দু’একদিনের মধ্যে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবেন বলে জানান ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম। এর একদিন পরেই বুধবার সকালে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে গেলে সেটি ফিরিয়ে দেয়া হয়। ফলে ডিসিসি নির্বাচনে মেয়র প্রার্থিতা নিয়ে হাজী সেলিমের ‘অনিশ্চয়তা’ দেখা দিয়েছে। প্রসঙ্গত, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে হাজী সেলিম দক্ষিণের মেয়র পদে প্রার্থী হয়েছেন। মেয়র পদে প্রার্থী হলে নির্বাচনী বিধি অনুযায়ী তাকে সংসদ সদস্য পদ ছাড়তে হবে। তাই তিনি গিয়েছিলেন সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিতে। কিন্তু স্পিকার পদত্যাগ পত্র গহণ না করায় সিটি নির্বাচনে তার অংশগ্রহণ করা নিয়ে ‘অনিশ্চয়তা’ দেখা দিয়েছে। একুশে সংবাদ ডটকম/আর/২৫-০৩-০১৫:
Link copied!