AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজধানীতে গৃহকর্মীসহ পুলিশ কর্মকর্তার স্ত্রীকে গলা কেটে হত্যা


Ekushey Sangbad

১২:৪৯ পিএম, মার্চ ২৫, ২০১৫
রাজধানীতে গৃহকর্মীসহ পুলিশ কর্মকর্তার স্ত্রীকে গলা কেটে হত্যা

একুশে সংবাদ : রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর কলাপট্টিতে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুসের স্ত্রী রওশন আরা বেগম (৬৫) ও গৃহকর্মী কল্পনা আক্তার (১২) নিজ বাড়িতে খুন হয়েছেন। এ ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে সিআইডি, মহানগর গোয়েন্দা পুলিশ ও র‌্যাব উপস্থিত হয়। সিআইডির ফরেনসিক বিভাগ ঘটনাস্থল থেকে বেশকিছু আলামত সংগ্রহ করেছে। পুলিশের সূত্রে জানা গেছে, খুনিরা বাড়িতে ঢুকে দুইজনের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করে। মঙ্গলবার সন্ধ্যায় খবর পাওয়ার পর ঘটনাস্থলে যখন পুলিশ পৌঁছে তখন তাদের লাশ দুটি মেঝেতে পড়েছিল। নিহতদের শরীরের আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, তাদের প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পরে গলা কেটে হত্যা করেছে খুনিরা। সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস ১৯৯৬ সালে মারা যান বলেও জানায় পুলিশের সূত্রটি। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শঙ্কর কর জানান, সন্ধ্যার পর স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছানোর পর দেখে বাড়ির প্রবেশ দরজা খোলা, লাশগুলো মেঝতে এবং ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র ও জিনিসপত্র তছনছ হয়ে রয়েছে। আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ খুনের ঘটনায় ডাকাতির সম্পর্ক থাকতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি বলেও জানান যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। স্থানীয় এক নারী জানান, উত্তর যাত্রাবাড়ী এলাকার ৫৬ নম্বর বাসার দোতলায় থাকতেন মালিক রওশন আরা। তার গ্রামের বাড়ি নবাবগঞ্জের মাঝির গ্রামে। তার তিন ছেলে ও দুই মেয়ে বিদেশে থাকেন। ছেলে কাজল থাকেন কানাডা। বাকিরা থাকেন আমেরিকায়। নিহত রওশন আরা গৃহকর্মীকে নিয়ে এ বাড়িতে থাকতেন। তার কোনো শত্রু ছিল বলে মনে হয় না। ডিএমপির উপ-কমিশনার (ওয়ারী) মো. মোস্তাক আহমেদ বলেন, ‘এ ঘটনার তদন্ত চলছে। সিআইডির ফরেনসিক বিভাগ ঘটনাস্থল থেকে বেশকিছু আলামত সংগ্রহ করেছে। প্রয়োজনে পুলিশের সঙ্গে ডিবিও তদন্ত করবে।’ একুশে সংবাদ ডটকম/আর/২৫-০৩-০১৫:
Link copied!