AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফেলানী হত্যা : ফের ৪ মাস পর শুরু হচ্ছে বিচার কাজ


Ekushey Sangbad

১২:৫৭ পিএম, মার্চ ২৫, ২০১৫
ফেলানী হত্যা : ফের ৪ মাস পর শুরু হচ্ছে বিচার কাজ

একুশে সংবাদ : কোচবিহারে বিএসএফের বিশেষ আদালতে ফেলানী হত্যার পুনর্বিচারিক কার্যক্রম বুধবার শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে ২০১৪ সালের ২২ নভেম্বর আদালতে বিচারিক কাজ চলার সময় অভিযুক্ত অমিয় ঘোষ অসুস্থ হয়ে পড়ায় ৪ মাসের জন্য বিচারিক কার্যক্রম মুলতবি করা হয়। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ মার্চ পুনরায় বিশেষ আদালতের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। কুড়িগ্রাম-৪৫ বিজিবি পরিচালক লে. কর্নেল মো. জাকির হোসেন জানান, বিএসএফের বিশেষ আদালত ২৫ মার্চ থেকে পুনর্বিচারের কাজ শুরু হওয়ার কথা থাকলেও বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করেনি বিএসএফ। ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাদ দেন ভারতের কোচবিহারের বিএসএফের বিশেষ আদালত। পরে বিজিবি-বিএসএফের দ্বি-পাক্ষিক বৈঠকে ফেলানী হত্যার পুনর্বিচারের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর ফের বিচার শুরু করে বিএসএফ। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পাড় হওয়ার সময় বিএসএফের গুলিতে নির্মমভাবে প্রাণ হারায় কিশোরী ফেলানী। এ হত্যাকা-ে দেশ-বিদেশের গণমাধ্যমসহ মানবাধিকার কর্মীদের মাঝে সমালোচনার ঝড় উঠলে ২০১৩ সালের ১৩ আগস্ট বিএসএফের বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচার কাজ শুরু হয়। একুশে সংবাদ ডটকম/আর/২৫-০৩-০১৫:
Link copied!