AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফাইনালের আগে আরেকটি ফাইনাল ম্যাচ


Ekushey Sangbad

০২:৩৯ পিএম, মার্চ ২৫, ২০১৫
ফাইনালের আগে আরেকটি ফাইনাল ম্যাচ

একুশে সংবাদ : ফাইনাল ২৯ মার্চ । কিন্তু তার আগে আগামীকাল (বৃহস্পতিবার) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া-ভারত ম্যাচটাও যে হয়ে উঠেছে ‘আরেক ফাইনাল’। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন, বর্তমান ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর দল। তবে এই অস্ট্রেলিয়ার চেয়ে কম কিসে মহেন্দ্র সিং ধোনির ভারত? বর্তমান চ্যাম্পিয়ন তারা, খারাপ সময়টা প্রশান্ত মহাসাগরে ছুঁড়ে ফেলে শিরোপা জিততে একাট্রা। বাঘ-সিংহের এ লড়াইকে ফাইনাল না বলে উপায় আছে? দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড মিলে বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে নয়বার। অস্ট্রেলিয়া- ভারতের ফাইনালে খেলার অভিজ্ঞা ওই দুটি দলের সেমিফাইনালের খেলার সমান। কাল যেটা দশে রূপ নিবে। কিন্তু এটা এখন আর বড় কথা নয়। এই মুহুর্তের তুখোড় দল নিউজিল্যান্ডর সামনে মেলবোর্নে কে, মহেন্দ্র সিং ধোনির ভারত নাকি মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া? দুই দলের ১০ বিশ্বকাপ ম্যাচের সাতটিই জিতেছে অস্ট্রেলিয়া। তবে নিজ মাঠে গত বিশ্বকাপে অস্ট্রেলিয়াক সহজে হারানোর সুখস্মৃতি আছে ধোনিদের। ‘৯২ বিশ্বকাপে বিসব্রেনে মুখোমুখি হয়েছিল দুই দল। দারূণ লড়ার পর বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে ১ রানে হেরেছিল ভারত। এটাও ভারতের জন্য প্রেরণা হতে পারে। রেকর্ডের পাতা উল্টিয়ে লাভ নেই। রেকর্ড সবসময় কথা বলে না। বড় ম্যাচ নির্দিষ্ট দিন যারা সেরাটা দিবেন, শেষ হাসি তাদেরই। বড় ম্যাচে মাঠের যুদ্ধের আগে কথার যুদ্ধও জমে ওঠে সবসময় । সিডনি ম্যাচের আগে দুই দলের কথার লড়াইও জমে উঠেছিল বেশ। ওটা শেষ। এখন প্রস্তুতি ব্যাট বলের লড়াইয়ের। কেউ বলছেন, ভারত যতোই ভালো দল হোক, এ ম্যাচে অস্ট্রেলিয়াই ফেভারিট। কারো যুক্তি আবার ভিন্ন। সিডনির উইকেট স্পিন সহায়ক। ঘাষ কম, ওখানে বেশ টার্ন আছে। অস্ট্রেলিয়া দলে একমাত্র স্পিনার জ্যাভিয়ার ডোহার্টি। কিন্তু তাকে সে অর্থে ভালো মানের স্পিনার বলা যায় না। তাই এখানে ভালো একজন স্পিনারের অভাব বড্ড বোধ করবে অস্ট্রেলিয়া। অন্যদিকে অশ্বিন ও জাদেজার মতো ভালো মানের স্পিনার থাকায় বিপদে পড়তে পারেন অজি ব্যাটসম্যানরা। সিডনির উইকেট যাতে পেস সহায়ক হয়, তার জন্য অনেক চেষ্টা ছিল অজিদের। সেটাতে কতোটা সফল হয়েছে সেটা দেখার বিষয়। তবে মনে করা হচ্ছে এখানে পেসারদেরও কিছু করার আছে। উইকেটে বাউন্স থাকবে। আর শট বলে দুর্বল ভারতীয় ব্যাটসম্যানদের সামনে যেটা পরীক্ষা। যে পরীক্ষায় সাম্প্রতিক সময়ে কিছু ভালো ফলও তারা অবশ্য পেয়েছে। কিন্তু ধাওয়ান, রোহিত শর্মা, সুরেশ রায়নাদের কাল অবশ্য বড় পরীক্ষাটা দিতে হবে। ডেভিড ওয়ার্নার এবং শেন ওয়াটসন সেরা ফর্মে নেই। যে কারণে এই বিভাগে ভারতের চেয়ে পিছিয়ে অস্ট্রেলিয়া। কিন্তু পেস বোলিংয়ে যেটা পুশিয়ে দিতে পারেন ভয়ঙ্কর মিচেল স্টার্ক এবং জনসন। একুশে সংবাদ ডটকম/আর/২৫-০৩-০১৫:
Link copied!