AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাংবাদিকদের 'প্রাণদণ্ড' দেয়ার হুমকি দিয়েছেন থাই প্রধানমন্ত্রীর


Ekushey Sangbad

০১:১৬ পিএম, মার্চ ২৭, ২০১৫
সাংবাদিকদের 'প্রাণদণ্ড' দেয়ার হুমকি দিয়েছেন থাই প্রধানমন্ত্রীর

একুশে সংবাদ : থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা সাংবাদিকদের ‘প্রাণদণ্ড’ দেয়ার হুমকি দিয়েছেন। থাইল্যান্ডের সংবাদমাধ্যমের প্রতি দেশটির সামরিক শাসক এভাবেই তার সাম্প্রতিক ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান। খবর আল-জাজিরার। যারা সরকারি নীতি মেনে চলে না, সরকার তাদের সঙ্গে কী রকম আচরণ করবে সাংবাদিকদের—এমন প্রশ্নের জবাবে গত বুধবার ওচা বলেন, ‘আমরা সম্ভবত তাদের প্রায় প্রাণদণ্ড দেব।’ জাতীয় পুনর্মিলনকে সহায়তা করে—এমনভাবে লেখার আহ্বান জানিয়ে সাবেক এই সেনাপ্রধান বলেন, ‘তোমাদের সরকারকে সমর্থন করতে হবে না, কিন্তু তোমাদের সত্য লেখা উচিত।’ ওচার সাম্প্রতিক এই মন্তব্য নিয়ে সিপিজের (কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট) এশিয়া কর্মসূচির সমন্বয়কারী বব ডিয়েটেজর এক বিবৃতিতে বলা হয়েছে—থাই নেতা ‘এখানে শুধু কঠোর হওয়ার চেয়েও বেশি কিছু, এটা একটি হুমকি’। উল্লেখ্য, প্রায়ুথ চান-ওচা একই সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন সামরিক জান্তা বা শান্তি ও শৃঙ্খলার জন্য জাতীয় পরিষদেরও প্রধান। একুশে সংবাদ ডটকম/আর/২৭-০৩-০১৫:
Link copied!